।। প্রথম কলকাতা ।।
চোটের কারণে ভারতের বিপক্ষে চলতি দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের বিকল্প হিসেবে দলে এসেছেন প্রথম টেস্ট খেলা ম্যাট রেনশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের বলে অস্ট্রেলিয়ান ওপেনার মাথায় আঘাত পান। চোটের কারণে ওয়ার্নার প্রথম দিনে দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি।
মিচেল স্টার্ক ও ক্যামরেন গ্রীনের সঙ্গে অস্ট্রেলিয়ার চোটের তালিকায় যুক্ত হলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক ওয়া বলেছেন যে রেনশ সিরিজের দ্বিতীয় টেস্টে বাদ পড়া দুর্ভাগ্যজনক ছিল। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়া নাগপুরের তুলনায় ভাল শুরু করেছে।
ওয়ার্নার ভারতের বিরুদ্ধে চলতি চার ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজে রান করার জন্য লড়াই করছেন। দিল্লিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪ বলে ১৫ রান করে মহম্মদ শামির বলে আউট হন। নাগপুরে সিরিজের প্রথম ম্যাচে ওয়ার্নার প্রথম ইনিংসে ১ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০ রান করেছিলেন।