Sourav-Darshana Wedding: দর্শনা একটা কারণে আশীর্বাদে হাতে কোনো চুড়ি পরেননি! বেনারসীর পাড়ের নকশাই চোখ ধাঁধানো

।। প্রথম কলকাতা ।।

Sourav-Darshana Wedding: আর্শীর্বাদ থেকেই দর্শনার বেনারসীর চমক শুরু, কিন্তু এই একটা কারণে হাতে কোনও চুড়ি পরলেন না। ছিমছাম মেকআপ! দর্শনাকে দেখে মুগ্ধ নেটিজেনরা। কী কী নিয়ম মেনে হল নায়িকার আর্শীবাদ? প্রত্যেকটা আচার অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা বেনারসী কিনেছেন টেলিনায়িকা। আর্শীবার্দের শাড়ির বিশেষত্ব কী? নিজেই একের পর এক ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায় শুধু আর্শীর্বাদ নয়! পর পর অনুষ্ঠান। আইবুড়োভাতের এলাহি আয়োজন। ফুলের মালায় সেজে উঠেছে দর্শনার বাড়ি। এখানেই হবে আইবুড়োভাত? নেটিজেনরা বলছেন সৌরভকে কেন বিয়ে করছেন দর্শনা? আর ছেলে জুটলো না! এ বিয়ে নাকি টিকবে না!

একটি পাত্রে রাখা মিষ্টি, নাড়ু, প্রদীপ সাথে ধান, দুর্বা। সব নিয়ম মেনেই হল দর্শনার আর্শীবাদের আয়োজন। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অনুষ্ঠানের কিছু ঝলক। আর্শীবাদে টেলিনায়িকার সাজ কেমন ছিল? দর্শনা জানিয়েছিলেন প্রত্যেকটি বিয়ের অনুষ্ঠানের জন্য একেক রকম বেনারসী কিনেছেন আর্শীবাদেও বেনারসীই পরেন তিনি মিষ্টি গোলাপী রঙের বেনারসীতে সেজেছিলেন। শাড়ির কাজ খুবই হালকা অথচ নজরকাড়া সুন্দর নকশা করা পাড়। সাথে মানানসই হালকা সোনার গয়না পরেছিলেন দর্শনা। সাথে মাঝারি সাইজের সোনার দুল। হালকা মেকআপ, গোলাপি লিপস্টিক কপালে ছোট লাল টিপ। চুল খোলা, নীচের দিকটা কার্ল করেছেন এতেই যেন দর্শনার সাজ কমপ্লিট। কিন্তু নায়িকার হাত খালি কোনও চুড়ি পরেননি কেন তা জানা যায়নি।

১৫ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন দুই অভিনেতা। বিয়ের তোড়জোড় তুঙ্গে।  এ বিষয়ে কোনও কিছু খোলসা করতে চান না তাঁরা। সবটাই হচ্ছে চুপচাপ। শোনা গিয়েছে, বাইপাসের ধারের একটি ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর। দর্শনা আর সৌরভের সমাজমাধ্যমের পাতা ঘাঁটলেই চোখে পড়বে বিয়ের ছোটখাটো প্রস্তুতি। ইনস্টা স্টোরিতে দর্শনা বিয়ের কার্ডের একটি ছোট্ট ক্লিপিং পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছে বর-বউয়ের অবয়ব যারা পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন। বরের পরণে সাদা পঞ্জাবি, লাল প্যান্ট। আর লাল টুকটুকে বেনারসীতে কনের সাজে নববধূ। খোঁপায় ফুলের মালা। উল্লেখ্য, শাড়ির আঁচলে সোনালি জরির কাজ।

প্রসঙ্গত, দর্শনা বিয়ের দিন রুপোর উপর সোনার জল করা জরির কাজের লাল বেনারসী পরবেন। আর সৌরভের থাকছে সাদা ধুতি পঞ্জাবির সঙ্গে লাল শাল। বিয়ের সাজের আদলেই তৈরি হয়েছে ওয়েডিং কার্ড।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version