ICC Test Rankings: শীর্ষস্থান খোয়ালেন কামিন্স, শেষ দশে উঠে এলেন রবীন্দ্র জাদেজা

।। প্রথম কলকাতা ।।

 

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে সর্বশেষ আইসিসি পুরুষদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। গত সপ্তাহে মাউন্ট মাউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬৭ রানের বড় জয়ের ম্যাচে ইংল্যান্ডের হয়ে সাত উইকেট শিকার করে অ্যান্ডারসন শীর্ষস্থান দখল করেন। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন, তৃতীয় স্থানে নেমে গেছেন প্যাট কামিন্স।

ষষ্ঠবারের মতো অ্যান্ডারসন টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন। শেষবার ২০১৬ সালে ইংলিশ ডানহাতি পেসার শীর্ষে উঠে এসেছিলেন। যখন তিনি সতীর্থ স্টুয়ার্ট ব্রড এবং অশ্বিনকে পেছনে ফেলেছিলেন। অন্যদিকে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা টেস্ট বোলারদের আইসিসির আপডেট তালিকায় সাত ধাপ উপরে নবম স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি দুই টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন জাদেজা। দুই টেস্টে ১৭ উইকেট দখল করেছেন ভারতের এই অলরাউন্ডার।

 

ভারতের আর এক অলরাউন্ডার অক্ষর প্যাটেল যিনি এখন পর্যন্ত ১৫৮ রান করে বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় শীর্ষ রান সংগ্রাহক। সর্বশেষ টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

Exit mobile version