FIFA World Cup 2022 : ক্রোয়েশিয়াকে রুখে দিল মরক্কো, অতিরিক্ত রক্ষণ নির্ভরশীল ডোবাল মদ্রিচদের

।। প্রথম কলকাতা ।।

 

গতকাল আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে সবথেকে বড় অঘটন ঘটিয়েছিল সৌদি আরব। আর এবার ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ০-০ গোলে রুখে দিল মরক্কো। ম্যাচ থেকে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিলো। আল বাইত স্টেডিয়ামে বুধবার ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। গোটা ম্যাচে গোলের খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি এই দুই দল।

 

যদিও ম্যাচের অধিকাংশ সময়ে বলে দখলের আধিপত্য ছিল ক্রোয়েশিয়ার। কিন্তু লুকা মদ্রিচের দল মরক্কোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। মরক্কোও বেশ কয়েকবার সুযোগ পেয়ে জ্বলে উঠলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। দুই দলই গোলের উদ্দেশ্যে মাত্র দুটি করে শট নেয়। ৬৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে মাত্র পাঁচবার গোলের উদ্দেশ্যে শট নেয় ক্রোয়েশিয়া। অন্যদিকে মরক্কো শট নেয় আটবার। এদিন গোটা ম্যাচেই নিষ্প্রভ থেকে গেলেন ক্রোয়াটদের অন্যতম ভরসা লুকা মদ্রিচ। পাশাপাশি আক্রমণে জায়গা করে নিতে পারলেন না কোভাচিচ ও পেরিসিচরা। দুই দলই ম্যাচের বেশিরভাগ সময় রক্ষণ নির্ভর হয়ে পড়ে। আক্রমণের অভাবে ড্র হয় ম্যাচ।

 

ম্যাচের আগের দিন মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি বলেন, আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলির মধ্যে সর্বনিম্ন স্থানে রয়েছে সৌদি আরব। তাঁরা যদি তিন নম্বরে থাকা আর্জেন্টিনাকে হারিয়ে তাক লাগাতে পারে, তবে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অঘটন ঘটানোর লক্ষ্যে ছিল মরক্কো। কোচের দেখানো সেই পথে হেঁটেই ক্রোয়েশিয়াকে রুখে দিল মরক্কো।

Exit mobile version