Cristiano Ronaldo: ইউরোপীয় ফুটবল ছেড়ে দুই বছরের চুক্তিতে এশিয়ান ফুটবলে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

।। প্রথম কলকাতা ।।

অবশেষে সত্যি হল গুঞ্জন। ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। জানা গেছে প্রায় ২০০ মিলিয়ান ইউরোতে আল নাসেরের সই করছেন রোনাল্ডো। তবে এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ক্লাবে যোগ দেওয়ার পর একটি বিবৃতিতে রোনাল্ডো বলেছেন, “একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিত বোধ করছি। আল নাসের যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমি আমার সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত, যাতে একসঙ্গে আমরা দলকে আরও সাফল্য অর্জনে সহায়তা করতে পারি সেই দিকেই লক্ষ্য থাকবে।”

 

সৌদি আরবের ক্লাব আল নাসেরের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “এটি তৈরিতে ইতিহাসের চেয়ে বেশি। এটি একটি স্বাক্ষর যা শুধুমাত্র আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লীগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে। @cristiano আপনার নতুন বাড়িতে স্বাগতম।”

 

ইউরোপ ও ল্যাটিন আমেরিকার মতো সৌদি আরবের লিগ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই লিগের আল নাসের প্রস্তাব দিয়েছিল রোনাল্ডোকে। যারা মোট নয়বার আরব লিগ খেতাব জয় করেছে। ২০৩০ সালে ক্লাব ফুটবল আয়োজনের লক্ষ্যে বড় তারকা তারকাদের সই করাতে চাইছে ক্লাবগুলি। যাতে আরব লীগকে বিশ্ব ফুটবলের সঙ্গে আরও পরিচিত করানো যায়। সেই লক্ষ্যে রোনাল্ডোকে সই করিয়ে সফল আরবের ক্লাব আল নাসের।

Exit mobile version