Swastika Mukherjee: ‘গরুর চোখগুলো মিষ্টি, কিন্তু…’, ‘কাউ হাগিং ডে’ নিয়ে বিস্তারিত জানতে চেয়ে ট্যুইট স্বস্তিকার

।। প্রথম কলকাতা।।

Swastika Mukherjee: ফেব্রুয়ারি মানেই চারিদিকে প্রেম প্রেম গন্ধ। প্রেমের সপ্তাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে পেরিয়ে আজ টেডি ডে। এরপর আগামী ১৪ তারিখ পর্যন্ত আরো নানা ‘ডে’ রয়েছে। প্রতিবছরই এই মাসটা প্রেমের জোয়ারে ভাসেন মানুষ। নিজের কাছের মানুষটিকে স্পেশাল ফিল করানোর জন্য যা কিছু করা যায়, তা এই ১৪ দিনে করে থাকেন সকলে। কিন্তু চলতি বছর বিষয়টা একটু আলাদা। টেডি বিয়ারের দোকানে ভিড় করার বদলে মানুষ খুঁজতে বেরিয়েছে গরু। কিন্তু কেন? এই বছর কি কাছের মানুষ গরু উপহারে চেয়েছেন? তা না হলে খামোকা গরু খুঁজতে ছুটবে কেন মানুষ? এমনকি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) মাথায়ও। তাই আর ধৈর্য ধরে রাখতে না পেরে সকলের উদ্দেশ্যে করে ফেললেন এই প্রশ্ন। কী হয়েছে ব্যাপারটা?

প্রসঙ্গত, শুক্রবার একটি ট্যুইট করেছে অভিনেত্রী। যেখানে তিনি লিখেছেন, ‘আমাকে কেউ বলতে পারেন এই গরু এবং ষাঁড়কে জড়িয়ে ধরার ব্যাপারটা ঠিক কী? আমার গরু এবং ষাঁড় দুটোই বড়ো কিউট লাগে ঠিক। বিশেষত তাঁদের চোখগুলো বেশ মিষ্টি। কিন্তু আমার ধারণা এর সঙ্গে মিষ্টত্বের কোনও সম্পর্ক নেই। আমি নিশ্চই কিছু মিস করে গিয়েছি। দয়া করে ব্যাপারটা খোলসা করে জানাবেন’। উল্লেখ্য, সম্প্রতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার (Animal Welfare Board of India) পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন পালিত হবে ‘কাউ হাগ ডে’ (Cow Hug Day) অর্থাৎ গুরুকে আলিঙ্গন করার দিবস। বিগত কয়েক বছরে ‘ভ্যালেন্টাইন্স ডে’ পালনের রমরমা দেখা গিয়েছে সকলের মধ্যে।

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ফেব্রুয়ারি মানেই বোঝে ভ্যালেন্টাইন্স ডে। তাই এবার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে নাকি ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ‘কাউ হাগ ডে’। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড ‘গরু’। এই প্রাণীর যথেষ্ট প্রভাব রয়েছে। গরুকে জড়িয়ে ধরা অত্যন্ত ভালো। এতে মন ভালো থাকে। আর সে কারণেই ভালোবাসার দিবসে গরুকে জড়িয়ে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। কিছু বিশেষজ্ঞদের কথায়, গুরুকে আলিঙ্গন করলে নাকি মানুষের মধ্যে পজিটিভিটি বাড়বে। বিদেশের একাধিক জায়গায় নাকি ‘কাউ হাগিং সেশন’-এর ব্যবস্থাও রয়েছে। কিন্তু সেটা অনেকের কাছেই অজানা। তাই আচমকা চলতি বছর এই কথা শুনে কিছুটা হকচকিয়ে গিয়েছে সাধারণ মানুষ। এমনকি বিষয়টি বুঝতে পারেননি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও। যিনি সবসময় সবদিকে সজাগ থাকেন, তাঁরও খেয়াল পরেনি বিষয়টি। নাকি টিপ্পনি করেছেন! কারণ ট্যুইটের শেষে একটি জিভ বের করা ইমোজি দিয়েছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version