Sushant Singh Rajput: একসঙ্গে দুই হাতে লিখতে পারতেন! আর কী কী বিষয়ে দক্ষ ছিলেন সুশান্ত?

।। প্রথম কলকাতা ।।

Sushant Singh Rajput: ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেতা তিনি। টেলিভিশনে কাজ করার মধ্যে দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন। মহাকাশ নিয়ে তাঁর অপরিসীম জ্ঞান ও উৎসাহ ছিল। আর এটা কারোর কাছেই অজানা নয়। অভিনেতার পাশাপাশি তিনি একজন অপূর্ব নৃত্যশিল্পীও। তিনি দু’হাতেই সমান ভাবে লিখতে পারতেন, ঠিক যেন সব্যসাচী। তাঁর ডান হাত ও বা হাত দুটি সমানভাবে দক্ষ। ১৯৮৬-র আজকের দিনে জন্ম হয় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)।

পরিবারে সবচেয়ে কনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। বলতে গেলে, সকলের খুব আদরের ছিলেন সুশান্ত। ছোটবেলায় মাকে হারিয়েছেন। পড়াশোনায় খুব ভালো ছিলেন তিনি। উচ্চমাধ্যমিকের পর AIEEE-এর মতো ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে সপ্তম স্থান গ্রহণ করেন। পড়াশুনা শুরু করেছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও। কিন্তু অভিনয়ে কেরিয়ার গড়ার কারণে চতুর্থ বর্ষে গিয়ে আর পরীক্ষা দেননি। জাতীয় স্তরে পদার্থবিদ্যায় অলিম্পিয়াড বিজয়ী। অভিনয় প্রতিভা ছাড়াও অনেক কিছুতেই পারদর্শী ছিলেন অভিনেতা। Shiamak Davar-এর ডান্স গ্রুপে নাচ করতেন। অ্যালান আমিনের কাছে শিখেছেন মার্শাল আর্ট। বিমান চালাতেও পারতেন। এই বিমান চালানো তিনি শিখেছেন ‘চন্দা মামা দূর কে’ সিনেমার জন্য।

‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ দিয়ে কাজ শুরু অভিনয়ে। এর পর ‘পবিত্র রিস্তা’ নামে হিন্দি ধারাবাহিকের দরুণ জনপ্রিয়তা পান অভিনেতা। ২০১৩-য় ‘কাই পো চে’তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। ‘শুধ দেশী রোমান্স’, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’, ‘পিকে’, ‘এম.এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিঁছোড়ে’র মত ছবিতে কাজ করেছেন তিনি। আজও তাঁর চলে যাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। তরুণ অভিনেতার এভাবে অকালে চলে যাওয়ার কারণ আজও সকলের কাছে অজানা।

২০২০-র ১৪ জুন মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। আজও সেই দিনটা দুঃস্বপ্নের মত তাঁর ভক্তদের কাছে। তিনি আজ বেঁচে থাকলে, তাঁর কাছ থেকে আরও অনেক হিট ছবি উপহার পেতেন দর্শকরা। তিনি আত্মহত্যা করেছেন, এটা মানতে নারাজ গোটা দেশ। তাঁর ঘরে কোথাও কোনও সুসাইড নোট মেলেনি। তাঁর মৃত্যুর পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি কুপার হাসপাতালের একজন কর্মী দাবি করেন, আত্মহত্যা করেন নি অভিনেতা। রূপকুপার শাহ নামে সেই ব্যক্তি জানান, তাঁর শরীরে আঘাতের চিহ্ন ছিল। ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক। তাঁর পরিবার থেকে ভক্তরা সবাই সঠিক বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন আজও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version