।। প্রথম কলকাতা ।।
Contai News: পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিউজিশিয়ানকে আটকে রাখার অভিযোগ। তাঁদের থেকে দাবি করা হয়েছে মোটা অঙ্কের টাকাও। ঘটনাকে কেন্দ্র করে গতকালই উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। মিউজিশিয়ানদের মুক্তির দাবিতে সরব লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী সহ অন্যান্য শিল্পীরা।
জানা গেছে, গত ৩রা এপ্রিল পূর্ব মেদিনীপুরের বকশিসপুরে অভিনেত্রী দেবশ্রী রায়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠান স্থলে হাজির হননি দেবশ্রী, এই অভিযোগকে হাতিয়ার করেই সহ-শিল্পীদের লক্ষাধিক টাকার বাদ্যযন্ত্র সামগ্রী আটকে রেখেছেন উদ্যোক্তরা, মিউজিশিয়ানদের অভিযোগ ছিল এমনটাই। যন্ত্র আটকে রাখায় ৬ দিন ধরে কাঁথিতেই আটকে রাখে ওই শিল্পীদের। শিল্পীদের একাংশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালে পরে পুলিশি (কাঁথির জুনপুট কোস্টাল থানা) হস্তক্ষেপে তা ফিরিয়ে দেওয়া হয়েছে মিউজিশিয়ানদের।
দেবশ্রী রায় এই বিষয়ে জানিয়েছেন, ‘আমি তো নিদিষ্ট সময়মত পৌঁছে গিয়েছিলাম। বহুচেষ্টা সত্ত্বেও আয়োজক কমিটির সদস্যদের ফোনে পাওয়া যায়নি। আয়োজকরা পুলিশের অনুমতি পর্যন্ত নেয়নি। মিউজিশিয়ানদের যেভাবে আটকে রেখেছে তা অপরাধ।’
ঘটনায় শিল্পী লোপামুদ্রা মিত্র বলেন , ‘আমি এই বিষয়ে পুলিস ও পশ্চিমবঙ্গের তথ্য-সংস্কৃতি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।’ অন্যদিকে গায়িকা ইমন চক্রবর্তী লেখেন, ‘কাঁথি তে আমাদের যেই musicians বন্ধুদের এবং সাউন্ড এর বন্ধুদের বিগত 4/5 দিন ধরে আটকে রাখা হয়েছে তাদের মুক্তির দাবি জানাচ্ছি . এবং এই ঘৃণ্য কাজের সঙ্গে যারা জড়িয়ে তাদের শাস্তির জন্য প্রশাসনকে আবেদন জানাচ্ছি ।’
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম