Mohammed Shami: সবসময় প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে কামব্যাক! অর্জুন পুরস্কারের জন্য বিবেচিত মহম্মদ শামি

।। প্রথম কলকাতা ।।

Mohammed Shami: তিনি অনেকের কাছেই এখন অনুপ্রেরণার আর এক নাম।সব সময় লড়াই করতে হয়েছে প্রতিকূলতার বিরুদ্ধে।একটা সময় এসেছিল যখন তিনি একদিকে আর অন্যদিকে গোটা দুনিয়া। তারপর অবাক করা কামব্যাক।ঠিক যেন সিনেমার মতো। যাবতীয় হতাশাকে দূরে সরিয়ে সরিয়ে নিজেকে গড়েছেন অদম্য জেদকে সঙ্গী করে। এ যেন এক অন্যমানুষ। অবাক হয়ে দেখেছে গোটা দুনিয়া।তিনি মহম্মদ শামি। বিশ্বকাপে অসাধারণ বোলিংয়ের পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার অর্জুন পুরস্কারের জন্য বিবেচিত হল তাঁর নাম।

উত্তরপ্রদেশের সহাসপুরে এক নিতান্ত ছোট্ট গ্রামের ছেলে।
বাবা রিকশ চালক। ছোট থেকেই ছেলেটার ক্রিকেটের প্রতি অদম্য নেশা। গ্রামের বড় ছেলেদের সঙ্গে খেলতে চলে যেতেন। সেখানে শুধু একটাই লক্ষ্য থাকত তাঁর। যত জোরে পারা যায় বোলিং করা। ধীরে ধীরে খেলার প্রতি নেশা আরও বাড়ল। কিন্তু নিজের রাজ্য দলে সুযোগ আসছিল না। অবশেষে পাড়ি জমান কলকাতায়। মাটি আঁকড়ে পড়ে থেকেছেন। রাত কাটিয়েছেন টেন্টে। নজরে পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক ও বঙ্গ ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বাংলার হয়ে খেলার সুযোগ চলে আসে। এরপর বাংলার হয়ে রঞ্জি খেলেছেন।আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক। সবশেষে জাতীয় দলে।

না, তারপরও জীবনটা সহজ হয়ে যায়নি। বরং তার জন্য অপেক্ষা করছিল আরও নিকষ কালো অন্ধকার। ২০১৪ সালে প্রেমিকা হাসিন জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শামি। তাঁদের সুখের সংসার বেশিদিন টেকেনি। ৪ বছর বাদেই শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন হাসিন। ভারতীয় পেসারের বিরুদ্ধে ব্যাভিচারিতার অভিযোগ তুলেছেন হাসিন। এই অভিযোগের ভিত্তিতে শামির বিরুদ্ধে আলিপুর আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। পরে তা প্রত্যাহার হলেও কঠিন হয়ে পড়ে ভারতীয় দলে টিকে থাকা। ভারতীয় ক্রিকেটের বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও একটা সময় শামির নাম ছেঁটে ফেলা হয়েছিল।

যদিও মাঠের বাইরে ব্যক্তিগত জীবনের লড়াইয়ের পাশাপাশি নিজের মাঠে ফেরার লড়াই সমান তালে চালিয়ে যাচ্ছিলেন এই ডানহাতি পেসার। কেউ খোঁজ রাখেনি সেই লড়াইয়ের। অবশেষে এলো ক্লাইমেক্স। চার ম্যাচ বসে থাকার পর সুযোগ এলো বিশ্বকাপের বাইশ গজে। তারপর নিজের জাত চেনালেন তিনি। এই আগুনে বোলিং আগে দেখেনি বিশ্ব। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের তালিকায় সর্বাধিক উইকেট এখন শামিরই দখলে। এই ডানহাতি পেসারের তাঁর গতি, ইয়র্কার, বাউন্সারের ছোবলে ঘায়েল হয়েছে সব প্রতিপক্ষ। ব্যাটিং পিচ হোক বা টার্নিং ট্র্যাক, তিনি সবেতেই নিজের দাপট দেখিয়েছেন। এবার বোধহয় সব ফিরে পাওয়ার পালা।

মহম্মদ শামির মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক।এবার অর্জুন পুরস্কারের জন্য তাঁর নাম মনোনিত করল BCCI। ক্রীড়ামন্ত্রকের প্রথম তালিকায় শামির নাম ছিল না। বিসিসিআই বিশেষ উদ্যোগ নিয়ে তাঁর নাম অন্তর্ভুক্ত করে। দেশ বিশ্বকাপ না পাক, তাকে পুরস্কৃত করতে কার্পণ্য করছে না বিসিসিআই। অর্জুন পাক শামি, চাইছে তারা।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version