Salman Khan’s Birthday: কলেজ ড্রপআউট থেকে বলিউডের সুপারস্টার, ৫৭তম জন্মদিনে সলমন খান

।। প্রথম কলকাতা ।।

Salman Khan’s Birthday: সকল প্রজন্মের প্রিয় অভিনেতা তিনি। ৯০-এর দশকের লাভারবয় থেকে শুরু করে এখন অ্যাকশন কিং। সব চরিত্রেই সাবলীলভাবে অভিনয় করেছেন বলিউডের এই সুপারস্টার। বছর পেরিয়ে গিয়েছে কিন্তু তাঁর জনপ্রিয়তা এক ফোটাও কমেনি। ভালোবেসে সকলে তাঁকে ‘ভাইজান’ বলে। আর বলিউডের ‘ভাই’ তথা সলমন খানের (Salman Khan) ২৭ ডিসেম্বর ৫৭তম জন্মদিন।

ভক্তদের এন্টারটেন করতে কখনও ব্যর্থ হন না তিনি। যাই হয়ে যাক না কেন, সমস্তভাবে অনুরাগীদের মন জয় করে নেন সলমন। তাঁর নাচ, তাঁর সংলাপ সমস্তকিছুকেই পছন্দ করেন দর্শকরা। তাঁকে ট্রেন্ডসেটার বললে ভুল কিছু হবে না। বিখ্যাত চলচ্চিত্র লেখক সেলিম খানের (Salim Khan) স্ত্রী সালমা খানের (Salma Khan) ছেলে সলমন। মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) ১৯৬৫-র আজকের দিনে জন্ম হয় অভিনেতার। দুই ভাই সোহেল খান (Sohail Khan) ও আরবাজ খান (Arbaaz Khan) এবং দুই বোন অর্পিতা (Arpita) ও আলভিরা (Alvira)। সেলিম খানের দুই স্ত্রী হেলেন (Helen) এবং সালমা সবাই একসঙ্গে থাকেন।

বলি এই সুপারস্টার একজন কলেজ ড্রপআউট। গ্র্যাজুয়েশনের জন্য গিয়েছিলেন মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে (St. Xavier’s College)। গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল এবং মুম্বইয়ের সেন্ট স্ট্যনিসলাস হাই স্কুলে (St. Stanislaus High School) পড়াশোনা করেছেন। ‘বিগ বস’ (Bigg Boss) হোস্ট সলমন খান ১৯৮৮-তে ‘বিবি হো তো অ্যাসি’ (Biwi Ho To Aisi) সিনেমার হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। তাঁকে সিনেমায় একজন সহকারী অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল। এরপর ১৯৮৯ সালে সুরজ বরজাতিয়ার (Sooraj R. Barjatya) চলচ্চিত্র ‘ম্যায়নে পেয়ার কিয়া’তে (Maine Pyar Kia) সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেতা। এই সিনেমার পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ‘হাম আপকে হ্যায় কৌন..!’ (১৯৯৪), ‘করণ অর্জুন’ (১৯৯৫), ‘জুড়ওয়া’ (১৯৯৭), ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’ (১৯৯৮), ‘বিবি নাম্বার ওয়ান’ (১৯৯৯) এবং ‘হাম সাথ-সাথ হ্যায়’ (১৯৯৯)-এর মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন ভাইজান।

তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও তাঁকে নিয়ে কিছু কম হয়নি। পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে প্রেমের অবসানের পর ‘হাম দিল দে চুকে সনম’-এর সেটে ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai Bachchan) সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। কিন্তু অবশেষে তাঁদের প্রেম পরিণতি পায়নি। যা নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া ‘হাম সাথ সাথ হ্যায়’-এর (Hum Saath Saath Hain) শ্যুটিংয়ের সময় তিনি দুটি কৃষ্ণসার হরিণ মেরেছিলেন বলে অভিযোগ। সেই মামলায় ২০১৮ সালের ৫ এপ্রিল তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তার ২ দিন পর তিনি ৭ এপ্রিল জামিন পান। কিন্তু এই সমস্ত বিতর্কের মাঝেও ২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের (London) মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সলমন খানের মোমের মূর্তি স্থাপিত হয়। ‘কিসি কা ভাই কিসি কি জান’ অভিনেতা ২০০৭-এ ‘Being Human Foundation’ প্রতিষ্ঠা করেন। ২০০৮-এ ‘Dus Ka Dum’ হোস্ট করা শুরু করেছিলেন। এরপর ‘Dabangg’, ‘Bajrangi Bhaijaan’, ‘Tiger’এর মতো দুর্দান্ত ছবি করেছেন সলমন। তাঁর অভিনয় নিয়ে কোনও কথা হবে না। নিজের কর্মজীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন অভিনেতা। অভিনয় ছাড়াও গান এবং আঁকায় পারদর্শী তিনি। জন্মদিনের শুভেচ্ছা অভিনেতাকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version