Sreelekha Mitra: ‘কচি ছেলেদের মাথা চিবিয়ে খান’, মাংস না খাওয়ার মন্তব্যে ট্রোলের মুখে শ্রীলেখা

।। প্রথম কলকাতা ।।

Sreelekha Mitra: জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনা তাঁর নিত্যদিনের সঙ্গী। বলতে গেলে, প্রায় প্রতিদিনই সংবাদপত্রের শিরোনামে তাঁর নাম চোখে পড়ে। তাঁর মন্তব্য নিয়ে কাটাছেঁড়া চলে নেটিজেনদের মধ্যে। যদিও ট্ররোলারদের সকল প্রশ্নের মোক্ষম জবাব দেন শ্রীলেখা (Sreelekha Mitra)। বহুবার শাসক দলের বিরোধিতা করে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি নিজের পরিচালিত শর্ট ফিল্ম ‘এবং ছাদ’-এর (Ebong Chaad) স্ক্রিনিংয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মাংস খাওয়া ত্যাগ করেছেন তিনি। তাঁর বাড়িতে মাংস আসে, কিন্তু সেটা শুধুমাত্র তাঁর পোষ্যর জন্য।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রী জানিয়েছেন, ‘কোনও ন্যাকামি করে বলছি না। যদি বেসিনের মধ্যে পিঁপড়ে থাকে আর আমি ভুলে কল চালিয়ে ফেলি, তাহলে তাকেও সরি সরি বলতে থাকি। আসলে প্রাণীহত্যাটা এখন আর পারি না। একটা সময় আমি খুব ভালো মটন রান্না করেছি। আমার মেয়ে মাছ, মাংস, ডিম কিছুই মুখে দেয় না’। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে ট্রোলিং। কেউ তাঁর উদ্দেশ্যে লেখেন, ‘কচি কচি ছেলেদের মাথা চিবিয়ে খাওয়া যাঁর নেশা, শুধু শুধু মাংস খাওয়া তাঁর কাছে বিলাসিতা মাত্র’। আর এই পোস্টের স্ক্রিনশট নিজের প্রোফাইলে শেয়ার করেছেন শ্রীলেখা।

তার পর মোক্ষম জবাব দিয়েছেন তাঁকে। প্রায়ই শ্রীলেখার ভিডিও, ছবি, মন্তব্য নিয়ে ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি জানা গিয়েছে, ‘মীর জাফর চ্যাপ্টার টু’তে দেখা যাবে তাঁকে। রানা সরকারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক অর্কদীপ। রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমাতে ফেরদৌসের সঙ্গে দেখা যাবে তাঁকে। গ্রাম বাংলার রাজনীতির এই গল্পে আক্তার হোসেন নামের এক প্রভাবশালী চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যেই ছবির লুক প্রকাশ্যে এসে গিয়েছে। আর তাঁর স্ত্রী সাবেরার ভূমিকায় দেখা যাবে শ্রীলেখা মিত্রকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version