BCCI: স্টিং অপারেশনের পর ভারতের প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করলেন চেতন শর্মা

।। প্রথম কলকাতা ।।

 

স্টিং অপারেশনে বেফাঁস মন্তব্য। বিসিসিআই-র প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করলেন চেতন শর্মা। এমনটাই জানা গেছে এএনআই সূত্রে। স্টিং অপারেশনের ভিডিওতে একের পর এক বেফাঁস মন্তব্য করেন। এমনকি প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির মধ্যে সম্পর্কের বিষয় নিয়েও কথা বলতে শোনা গেছে। তার বেফাঁস মন্তব্যেই তোলপাড় ভারতীয় ক্রিকেট। লুকানো ক্যামেরায় ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর প্রকাশ করে চেতনের মুখ লুকানোর জায়গা ছিল না।

চেতন শর্মাকে গত মাসে প্রধান নির্বাচক হিসেবে পুনঃনিযুক্ত করে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু বিতর্কিত স্টিং অপারেশন তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। শুক্রবার চেতন শর্মা বিসিসিআই সচিব জয় শাহের কাছে তার পদত্যাগপত্র পাঠান। জি নিউজের স্টিং অপারেশনে চেতন শর্মা বেফাঁস মন্তব্য করেন যে তিনি কীভাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কিভাবে কথা বলেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে হার্দিক পান্ডিয়া কিভাবে তার ভবিষ্যত নিয়ে আলোচনা করতেন।

 

শুধু তাই নয় তিনি দাবি করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা ফিট থাকায় জন্য ইঞ্জেকশন নেন। তাঁরা জানেন কোন ইঞ্জেকশন ডোপ টেস্টে ধরা পড়ে না। তিনি আরও জানিয়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার নানারকম অজুহাত তৈরি করা হয়েছিল। এই ভিডিও ফাঁস হওয়ার পরই বোঝা গিয়েছিল বড় শাস্তি পেতে চলেছেন চেতন শর্মা। অবশেষে চাপে পড়ে ইস্তফা দিলেন নির্বাচক প্রধান।

Exit mobile version