BCCI: ফের বিসিসিআই-র নির্বাচক প্রধান হলেন চেতন শর্মা

।। প্রথম কলকাতা ।।

 

শনিবার বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-র নির্বাচক চেয়ারম্যান হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন চেতন শর্মা। চেতন শর্মা ছাড়াও সিনিয়র পুরুষদের জাতীয় নির্বাচন কমিটির জন্য চারজনের নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জী, সলিল আনকোলা এবং শ্রীধরন শরথ।

 

সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের খারাপ পারফরম্যান্সের পর, বিসিসিআই চেতন শর্মাকে ১৮ নভেম্বর সর্বভারতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে। ২০২০ সালের ডিসেম্বরে চেতন শর্মাকে ভারতের প্রধান নির্বাচক মনোনীত করা হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও চেতন শর্মার সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। সামনে রয়েছে বিশ্বকাপের আসর। যা আয়োজন করতে চলেছে ভারত। বিশ্বকাপের মঞ্চে টিম গঠন করা যথেষ্ট চ্যালেঞ্জের চেতন শর্মা এন্ড কোং-র কাছে। শুধু তাই নয়। শ্রীলঙ্কার পর ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। তারপর টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ যথেষ্ট গুরুত্বপূর্ণ। যা নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। তাই একের পর এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

Exit mobile version