FIFA World Cup 2022: শেষ ষোলোর লড়াইয়ে কোন দল কার মুখোমুখি হতে চলেছে, দেখুন চূড়ান্ত তালিকা

।। প্রথম কলকাতা ।।

 

অবিশ্বাস্য, অভাবনীয়, অভূতপূর্ব, অতুলনীয় বললেও চলতি বিশ্বকাপকে বিশেষায়িত করা যাবে না। ঘটনা-অঘটন-চমৎকার-রোমাঞ্চ সবকিছু মিলিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের আসর। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি থেকে বেলজিয়াম, উরুগুয়ের মতো দল যেমন বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। তেমনি মরক্কো, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো ছোট ছোট দলগুলি জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়।

 

চলতি বিশ্বকাপে ৩২ দলের নক-আউটে জায়গা করে নিয়েছে ১৬ দল। আটটি গ্রুপ থেকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস, সেনেগাল, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, স্পেন, মরক্কো, ক্রোয়েশিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ড, পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। আজ থেকে শুরু হচ্ছে নক আউট পর্বের লড়াই। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত দলগুলি।

 

চলুন দেখে নেওয়া যাক শেষ ষোলোর লড়াইয়ে কোন দল কার মুখোমুখি হতে চলেছে। আজ রাউন্ড অফ সিক্সটিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও ‘বি’ গ্রুপের রানার্সআপ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপের রানার্সআপ পোল্যান্ডের মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্স। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড শেষ ষোলোয় লড়াই করবে ‘এ’ গ্রুপের রানার্সআপ সেনেগাল।

 

‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন জাপান খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। শেষ আটে ওঠার লড়াইয়ে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দক্ষিণ কোরিয়ার। ‘ই’ গ্রুপের রানার্সআপ স্পেন মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন মরক্কোর। ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে ‘জি’ গ্রুপের রানার্সআপ সুইজারল্যান্ডের।

Exit mobile version