কুটকাচালি, পরকীয়া নয়! ফ্যামিলি ড্রামার ইতি টেনে প্রকাশ্যে ‘বাবা’সিরিয়ালের প্রোমো

।। প্রথম কলকাতা ।।

ডাক্তারি ছেড়ে ফটোগ্রাফি! বাবার জেদের জন্য ঘরছাড়া হল মেয়ে। তারপর? শেষ পর্যন্ত জয় হল মেয়েরই। ভুল স্বীকার করে নিলেন বাবা। বেশ জমজমাট কাহিনী তাই না! চেনা ছকের বাইরে এ যেন এক অন্য রকম গল্প। প্রোমোয় রয়েছে স্টার জলসার লোগো। কবে থেকে দেখতে পাবেন নতুন স্বাদের এই সিরিয়াল? এখনকার বাংলা সিরিয়াল মানেই প্রায় একই রকম নারী কেন্দ্রিক বিষয়বস্তু। সবই যেন সাংসারিক কুটকাচালিতে ভরা। সেই সাথে শ্বাশুড়ি বৌমার পারিবারিক অশান্তির মতো একঘেয়ে বস্তাপচা কনসেপ্ট। এবার বদল আসতে চলেছে মেগা সিরিয়ালের গল্পে। দর্শকদের স্বাদ বদলের জন্য এখন বেশিরভাগ ধারাবাহিককে আনা হচ্ছে ভিন্ন স্বাদের গল্প। দিনের পর দিন ইলাস্টিকের মতো সিরিয়ালের গল্প টেনে টেনে লম্বা না করে নির্দিষ্ট সময়েই তা বন্ধও করে দেওয়া হচ্ছে।

এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়ে সদ্য স্টার জলসার পর্দায় এসেছে এক ঝাঁক নতুন বাংলা সিরিয়াল। তালিকায় রয়েছে লাভ বিয়ে আজকাল, তোমাদের রানী কিংবা জল থৈথৈ ভালোবাসার মতো ভিন্ন স্বাদের সিরিয়ালগুলি। এই সিরিয়ালগুলিতে জোর দেওয়া হচ্ছে নতুন নায়ক নায়িকাদের ওপর। তাই দর্শকদের জন্য নির্মাতারা এখন নতুন মুখের সন্ধানে রয়েছেন। তার সঙ্গে এখনকার বাংলা সিরিয়ালগুলিতে জোর দেওয়া হচ্ছে একাধিক বাস্তবসম্মত বিষয়ের ওপর।তবে দিনের শেষে সব সিরিয়ালই এখন ব্যবসা। সব কিছুর ঊর্ধ্বে এখন শেষ কথা বলে টিআরপি। তা নিয়ে চ্যানেলগুলির মধ্যে চলছে জোর প্রতিযোগিতা। স্কোর কমলেই অসময়ে বন্ধ হয়ে যাচ্ছে যে কোন বাংলা সিরিয়াল। বদলে যাচ্ছে সম্প্রচারের সময়। প্রাইম টাইমের সিরিয়াল চলে যাচ্ছে দুপুরের স্লটে। অনেক সময় সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে অনেক প্রশ্নের উত্তর না দিয়েই।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি প্রোমো ভিডিওর ঝলক। সামনে এসেছে নতুন ধারাবাহিক ‘বাবা’র প্রোমো। সেখানে দেখা যাচ্ছে মেয়ে ডাক্তারি পাশ করে ফটোগ্রাফি করতে চাইছে। কিন্তু তা শুনে রেগে যান বাবা। জানিয়ে দেন, এই ঘরে এসব চলবে না। মেয়েও জেদের বশে ঘর ছেড়ে চলে যায়। ফটোগ্রাফির নেশা ছাড়তে চায়নি সে। পেশার ডাক্তার মেয়েটি ডাক্তারির পাশাপাশি ফটোগ্রাফির জন্য জায়গা করে নেয় সংবাদ শিরোনামে। চারদিকে প্রশংসা। তা চোখে পড়ে বাবার।নিজের ভুল বুঝতে পেরে বাবা মেয়ের কাছে ক্ষমা চাইতে আসে হাসপাতালে। অনেক দিন পর বাবা মেয়ে কাছাকাছি আসতেই তৈরি হয় এক সুন্দর আবেগঘন মুহুর্ত। তবে সত্যিই কি স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল বাবা? আসলে তা নয়। এটি আদতে বাংলাদেশের একটি বিজ্ঞাপন। যাতে এডিট করে বসানো হয়েছে স্টার জলসার লোগো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version