।। প্রথম কলকাতা ।।
Raima Sen: অভিনেত্রী মুনমুন সেনের বড় কন্যা রাইমা (Raima Sen)। ত্রিপুরার রাজপরিবারের সন্তান ভরত দেববর্মা এবং সুচিত্রা কন্যা মুনমুন সেনের দুই মেয়ে- রাইমা সেন এবং রিয়া সেন।
বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন ও দীবানাথ সেনের একমাত্র কন্যা হলেন মুনমুন সেন (MoonMoon Sen)। মহানায়িকার মেয়ে হয়েও সাধারণ আর পাঁচটা মেয়ের মতেই বড় হয়ে ওঠেন মুনমুন সেন। একটি সাক্ষাত্কারে মুনমুন বলেছিলেন, “তাঁর মার জীবনে কোনও ডিমান্ড ছিল না। একা থাকতে ভালোবাসতেন, তার মানে এই নয় যে মানুষের সঙ্গে দেখা করতেন না”। মা -দিদিমা রাইমার আইকন। প্রিয় নায়িকার অদেখা ছবি দেখার জন্য ভক্তদের সুযোগ করে দিলেন।
ছোটবেলা থেকেই সিনেমার পরিবেশে বড় হয়েছেন মুনমুন (MoonMoon Sen)। বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। বলিউড সিনেমায় অভিনয় করেছেন নায়িকা। মা-বাবার একগুচ্ছ ছবি স্মৃতির পাতা থেকে শেয়ার করেছেন রাইমা। সেখানে রয়েছে তাঁর দিদিমা সুচিত্রা সেনও।
সেখানেই দেখা যাচ্ছে মুনমুন সেনের (MoonMoon Sen) কোলে ছোট্ট রাইমা। একদম যেন রাজকন্যা। দুই বোন রিয়া- রাইমা, পরনে শাড়ি। একপাশে মা-বাবাকে নিয়ে ছবি তুলেছে ভাই -বোন। আয়নায় নিজেকে দেখছেন মুনমুন। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিদিমার কোলে আদরের দুই নাতনি। ঘরোয়া মেজাজে সুচিত্রা সেন (Suchitra Sen)।
মুনমুনের বিয়ের পর অনেকদিনই ছোট করে চুল রেখেছিলেন। তাতে যেন আরও মোহময়ী লাগছেন মুনমুন (MoonMoon Sen)। পাশে তাঁর স্বামী ভরত দেববর্মা।কালোসাদা ছবি, মুনমুন সেন ও ভরত দেববর্মা একফ্রেমে। মুনমুন সেন তখন তরুণী।
দিদা সুচিত্রা সেন আর মা মুনমুন সেন। তাই সৌন্দর্য প্রতিযোগিতায় বরাবরই তাঁর বাড়ির মানুষদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়। কিন্তু এসব ছাপিয়েও নায়িকা রাইমা সেনও নিজ রূপে ও গুণের প্রমাণ রেখেছেন বহুবার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম