World Cup ads: এশিয়া কাপের বদলা নাকি নাগিন ড্যান্স! অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

।। প্রথম কলকাতা ।।

World Cup ads: অঘটন না হলে নাকি বিশ্বকাপ চমকপ্রদ হয়না। কিন্তু অঘটন তো হলো বিশ্বকাপ চমকপ্রদ হলো কই? চলতি বিশ্বকাপের প্রায় বেশিরভাগ ম্যাচেই দেখা গেছে সারি সারি চেয়ার খালি পড়ে রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক থাকলেও বাকি ম্যাচে শান্ত থেকেছে গ্যালারি। তবে তারই মধ্যে আরও একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ আয়োজিত হতে চলেছে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ ভারত-বাংলাদেশ ম্যাচ। যা নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে চলে একে অপরকে কটাক্ষ করার পালা। ভারত ও বাংলাদেশের মধ্যে লড়াই দেখতে মুখিয়ে রয়েছে সমর্থকরা। এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল। যদিও সেই ম্যাচটা ছিল নিয়মরক্ষার। কিন্তু এবার ভারতের বদলা নেওয়ার পালা।

তার আগেই উত্তেজনার পারদ চড়ছে পদ্মার দুই পাড়ের সমর্থকদের। শুরু হয়েছে বিজ্ঞাপন যুদ্ধ। যদিও প্রতিবারই বিশ্বকাপ নিয়ে নতুন নতুন বিজ্ঞাপন তৈরি করা হয়। যেমন গত কয়েক বছর ছিল মওকা মওকা বিজ্ঞাপনটি। যা নজর কেড়েছিল ভারতীয় সমর্থকদের। সেই বিজ্ঞাপনটি ছিল পাকিস্তানকে কটাক্ষ করে। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ ম্যাচ। এবার আর মওকা মওকা নয়, বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে ভৌতিক ব্যাপার নিয়ে। বিজ্ঞাপনটি তৈরি করেছে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস। বিজ্ঞাপনে দেখা যাচ্ছে দুই ভারতীয় ভূত ভারতের জয়ের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ভূত রয়েছে ভারতকে হারানোর অপেক্ষায়। সেই সময় বিরাট কোহলির একটি ছয় গিয়ে লাগে বাংলাদেশের ভূতের গায়ে। সেই সময় একটি লেখা ভেসে ওঠে নাগিন ডান্স? কোনও সুযোগই নেই। বিজ্ঞাপনটির সঙ্গে ভারতীয় বোর্ড ও দলের কোন সম্পর্ক নেই।

বিজ্ঞাপনটি দেখে মন ভরেনি বাংলাদেশের সমর্থকদের। এই বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা। তাঁরাও পাল্টা দিতে ছাড়েনি। পাল্টা বিজ্ঞাপন বানিয়ে ভারতকে কটাক্ষ করেছে বাংলাদেশের মিডিয়া। সেখানে তারা টেনে এনেছে এশিয়া কাপের ম্যাচের ফলাফল। তবে এই প্রথমবার নয়, বাংলাদেশের পক্ষ থেকেও একবার ভারতীয় ক্রিকেটারদের কটাক্ষ করে পোস্ট করা হয়েছিল। বাংলাদেশের সমর্থকরা নাগিন ড্যান্স নিয়ে আপত্তি করলেও, ভারতীয় সমর্থকরা পাল্টা দাবি তোলেন এই নাগিন ড্যান্স বাংলাদেশ দলই ক্রিকেট মাঠে এনেছিল। শ্রীলঙ্কাকে হারিয়ে মুশফিকুর রহিম এইভাবে নেচেছিলেন। সেটাও ছিল বাংলাদেশের কটাক্ষ। তবে সে যাই হোক ভারত পাকিস্তান ম্যাচের পর আরও একটি দুর্দান্ত লড়াই উপভোগ করতে চলেছে ক্রিকেটবিশ্ব তা বলাই যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version