।। প্রথম কলকাতা ।।
Chanchal Chowdhury: সকলের কাছেই জীবনে গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে বাবা-মা। আর যখন তাঁদের মধ্যে কাউকে নিয়ে হারানোর ভয় তৈরি হয়, তখনই মনে পড়ে যায় তাঁদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো। ইদানিংকালে বাবার সঙ্গে কাটানো মুহূর্ত মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ছেন চঞ্চল চৌধুরী। ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) বাবার ছবি দিয়ে কিছু কথা শেয়ার করেছেন অভিনেতা। সেইসঙ্গে বলেছেন, ১২ দিন ধরে অচেতন অবস্থায় আইসিইউ’তে রয়েছেন বাবা।
ফেসবুকে বাবার একটি ছবি দিয়ে চঞ্চল বাবু (Chanchal Chowdhury) লেখেন, ‘বাবা আমার শীতে খুব কাবু। আমিও বাবার মতই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরও এক দেড় মাস আগে। আমার সেই বাবা আই সি ইউ-এর শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে’। সেইসঙ্গে তিনি আরও লেখেন যে, ‘আমরা বাবা’কে বাঁচানোর সকল চেষ্টা করে যাই। প্রহর যেন শেষ হয় না। সকল শঙ্কা মুছে দিয়ে যদি ফিরে আসতে বাবা!’
অভিনেতার এই পোস্ট দেখে আবেগপ্রবণ হয়েছেন তাঁর অনুরাগীরাও। কেউ তাঁর পোস্টে মন্তব্য করেছেন, ‘প্রার্থনা করি ফিরে আসুক বাবা সন্তানের কাছে’। কেউ আবার লিখেছেন, ‘প্রার্থনা করি পৃথিবীর সকল বাবা সুস্থ থাক’। কেউ আবার অভিনেতার বাবার জন্য দোয়া করেছেন। প্রায় সকলেই চঞ্চল চৌধুরীর বাবার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। এদিকে ২২ তারিখ হইচইতে মুক্তি পেয়েছে ‘কারাগার ২’ (Karagar 2)। যার অপেক্ষায় দীর্ঘদিন ধরে বসেছিলেন বহু মানুষ। তাঁর পুরো টিমকে এমন একটি গল্প উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন নেটিজেনরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম