Chanchal Chowdhury : ‘আমি ভালো নেই’.. স্মৃতির সাগরে ডুব দিয়ে লিখলেন চঞ্চল চৌধুরী

।। প্রথম কলকাতা ।।

Chanchal Chowdhury : হাসপাতালের বেডে অচেতন অবস্থায় রয়েছেন বাবা। এমত পরিস্থিতিতে যে কোন সন্তানেরই খুশি থাকা সম্ভব নয়। ঠিক এই পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছেন ওপার বাংলার স্বনামধন্য অভিনেতা চঞ্চল চৌধুরী। মন ভালো নেই তাঁর। কারণ তিনিও একজনের সন্তান। তাঁর বহু চর্চিত ছবি ‘হাওয়া’ কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। কিন্তু অন্যদিকে বাবা-মায়ের অসুস্থতা তাকে মনমরা করে তুলেছে। এমন সময়ে সামাজিক মাধ্যমে নিজের ছেলেবেলার কিছু স্মৃতি ভাগ করে নিলেন তিনি।

বাড়ির কাছাকাছি থাকা স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বাবা রাধাগোবিন্দ চৌধুরী। যার জন্য ছোটবেলা থেকেই শিক্ষকের ছেলে হিসেবে সমাদর পেতেন তিনি। নিজে ছাত্র হিসেবে ঠিক কেমন ছিলেন ছোটবেলায় তা মনে করতে গিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ছোটবেলায় যতটা ভালো ছাত্র ছিলাম তার চেয়ে অনেক বেশি দূরন্ত ছিলাম’। কয়েক বছর আগে পর্যন্ত তিনি নিজের এলাকায় ‘দুলাল মাস্টারে’র ছেলে হিসেবেই পরিচয় পেয়ে এসেছেন। কিন্তু বর্তমানে শুধুমাত্র ওপার বাংলা বললে ভুল হবে এপার বাংলাতেও এই অভিনেতার পরিচিতি আলাদা ভাবে দেওয়ার দরকার পড়ে না।

বৃহস্পতিবার নিজের ফেসবুকে বাবার ছবি দিয়ে দীর্ঘ একটি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। তিনি বাবাকে প্রশ্ন করেছিলেন, তা উল্লেখ করেই চঞ্চল চৌধুরী লেখেন, “ছোটবেলা থেকে তোমার পরিচয় পরিচিত হয়ে এসেছি। এখন যখন তোমাকে কেউ চঞ্চল চৌধুরীর বাবা বলে চেনে তোমার কেমন লাগে? বাবা কোন উত্তর না দিয়ে আমার দিকে শুধু ভেজা চোখে কিছুক্ষণ তাকিয়ে ছিল। তাঁর সেই গর্বিত মুখটা দেখে আমার দুচোখ ঝাপসা হয়ে গিয়েছিল”

নিজের সফলতা দিয়ে বাবা-মাকে গর্বিত করে তুলতে পেরে আনন্দিত তিনি। বাবা-মায়ের শান্তি এবং আনন্দ দেখে আপ্লুত অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে বিগত কিছুদিন ধরে তাঁর বাবা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালের বিছানায় অচেতন। এই রকম পরিস্থিতিতে কোন সন্তানই ভালো থাকতে পারেন না। তাই ভালো নেই চঞ্চল চৌধুরীও।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version