Chanchal Chowdhury: বাবাকে হারালেন চঞ্চল চৌধুরী, শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার গ্রামের বাড়িতে

।। প্রথম কলকাতা ।।

Chanchal Chowdhury: প্রয়াত অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। ইদানিংকালে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট করছিলেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। প্রায় ১৫ দিনের কাছাকাছি আইসিইউতে ছিলেন অভিনেতার বাবা। বার্ধক্যজনিত সমস্যা ছিল তাঁর। ‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিট নাগাদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাধাগোবিন্দ চৌধুরী।

সকলের জীবনে বাবা-মা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকেন। বাবা অসুস্থ থাকায় কলকাতায় আয়োজিত ‘হাওয়া’ (Hawa) ছবির সাংবাদিক বৈঠকে যোগ দিতে পারেননি চঞ্চল বাবু। আচমকাই এদিন অভিনেতার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে, শত চেষ্টা করেও শেষ রক্ষা আর হয়নি। রিপোর্ট অনুযায়ী, অভিনেতার বাবার শেষকৃত্য নিজ গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে। যেখানে তাঁর বাবা দুলাল মাস্টার বলে পরিচিত।

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন চঞ্চল চৌধুরী। ফেসবুকে শুধু ‘বাবা’ কথাটা লিখে ছেড়ে দিয়েছেন। আর কিছু লেখার ক্ষমতা বা ভাষা যে তিনি হারিয়েছেন, তা তাঁর পোস্টেই বোঝা গিয়েছে। কারণ বিগত এতদিনে বাবাকে মনে করে অনেক কথাই শেয়ার করেছেন তিনি। বাবা-মা সকলের জীবনে অনেকটা ঠিক বট গাছের মত। যতদিন সঙ্গে থাকে, ততদিন পর্যন্ত আগলে রাখে ছেলেমেয়েদের। এদিন অভিনেতার পোস্টে সকলেই শোক প্রকাশ করেছেন। কেউ লেখেন, ‘বাবারা সারা জীবন দিয়ে যায়। যখন নেওয়ার সময় হয়, তখন ঈশ্বর তাঁদের নিয়ে যায়। তাই সন্তানের মগজে বাবারা সব সময় অমর হয়ে থাকে’। কারোর কথায়, ‘হঠাৎ পোস্টটা দেখে থমকে গেলাম। আল্লাহ এই শোক সহ্য করার ক্ষমতা দিক’। আবার কেউ বলেছেন, কাকার বিদেহী আত্মার শান্তি কামনা করি। অনেকে আবার নিজের বাবা হারানোর কথা শেয়ার করেছেন অভিনেতার পোস্টে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version