Mrinal Sen Biopic: মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী! পরিচালকের গদি সামলাবেন সৃজিত

।। প্রথম কলকাতা ।।

Mrinal Sen Biopic: আজ ৩০ ডিসেম্বর কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মৃত্যুবার্ষিকী। আর এই উপলক্ষে সামনে এসেছে এক বড় খবর। এতদিন ধরে যে ক্যামেরার পিছনে কাজ করে গিয়েছেন, এবার তাঁর জীবন কাহিনী আসছে রূপোলি পর্দায়। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও প্রযোজক ফিরদৌসুল হাসান। তাহলে নাম চরিত্রে অভিনয় করছেন কে? অর্থাৎ মৃণাল সেনের চরিত্রে বড়পর্দায় দেখা যাবে কোন অভিনেতাকে? তালিকায় অনেকের নাম থাকলেও, শেষমেষ ওপার বাংলার অভিনেতাকে পছন্দের তালিকায় শীর্ষে রেখেছেন সৃজিত। কে তিনি?

মৃণাল সেনের চরিত্রে বড় পর্দায় দেখা যাবে ঢালিউড ইন্ডাস্ট্রির (Dhallywood Industry) জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে (Chanchal Chowdhury)। এই মুহূর্তে চঞ্চল ঝরে কাবু দুই বাংলা। তাঁর ‘হাওয়া’ নিয়ে মাতামাতি রয়েছে এপার বাংলাতেও। কলকাতা চলচ্চিত্র উৎসবের সময়তেই বলেছিলেন কাজ করছেন সৃজিতের সঙ্গে। কিন্তু বিস্তারিত এর থেকে কিছু জানা যায়নি। অবশেষে প্রকাশ্যে এসেছে মৃণাল সেনের বায়োপিকে দেখা যাবে তাঁকে। তবে এটা পরিচালকের প্রথম নয়। এর আগেও তাঁর ‘সাবাশ মিঠু’, ‘ভাওয়াল রাজা’ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

কিন্তু সেগুলির থেকে এই ছবি একেবারেই আলাদা এবং চ্যালেঞ্জিং সৃজিতের কাছে। ওয়েব সিরিজ (Web Series) হিসেবে নিয়ে আসার কথা ছিল এটি। প্রথমে ভাবা হয়েছিল অন্যভাবে, কিন্তু তারপর মত বদলানো হয়। এমনকি লকডাউনে এই নিয়ে স্ক্রিপ্টও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু অবশেষে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। দৈর্ঘ্যেও ছোট করতে হয়েছে। এই ছবি তৈরিতে তাঁর পাশে রয়েছেন কুণাল সেন। পরিচালক পুত্রের সঙ্গ ছাড়া এই ছবি অসম্পূর্ণ।

কুণালের পক্ষ থেকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় চলচ্চিত্র জগতের সেরা পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। নিয়ম ভেঙে ছবি বানাতেই সবচেয়ে উৎসাহী ছিলেন। পাল্টে দিয়েছেন বাংলা ছবির ধারা, এক আধুনিক রূপরেখা দিয়েছিলেন। ঋত্বিক ঘটকের সমসাময়িক মৃণাল সেন (Mrinal Sen) ‘রাত ভোর’ সিনেমা দিয়ে পরিচালনা জগতে পা রাখেন ১৯৫৫-তে। আর তাঁর ভূমিকাতেই দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কিন্তু হঠাৎ তাঁকেই কেন বেছে নিলেন পরিচালক? মৃণাল বাবুর সঙ্গে অনেকটাই মুখের মিল আছে তাঁর। এক কথায় বলতে গেলে, চঞ্চল বাবুর মধ্যে মৃণাল সেনকে খুঁজে পেয়েছেন সৃজিত। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাঁর মনে হয়েছে, এই চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন অভিনেতা। তাই তাঁকেই বেছে নিয়েছেন তিনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version