Chanchal Chowdhury: ‘সবকিছু মিলেমিশে একাকার হয়ে গিয়েছে’, অভিনয়ের সঙ্গে বাস্তবকে মিলিয়েছেন চঞ্চল চৌধুরী

।। প্রথম কলকাতা ।।

Chanchal Chowdhury: সাধারণত বলা হয়ে থাকে, বাস্তব জীবনের কাহিনী থেকেই সিরিয়াল বা সিনেমা তৈরি হয়। এবার সেরকমই কিছু প্রমাণ দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। হইচই’তে (Hoichoi) মুক্তি পেয়েছে ‘কারাগার ২’। এদিন ফেসবুকে তিনি লেখেন, ‘অভিনয় আর জীবন কখন যে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, বুঝতে পারিনি। যাঁরা ‘কারাগার ২’ দেখেছেন, তাঁরা ভেবেছেন আমি হয়তো অভিনয় করেছি। কিন্তু ওটা সত্যিই অভিনয় ছিল না। আমার মায়ের জন্য আমার যতটা আবেগ, যতটা কষ্ট, যতটা ভালোবাসা, ‘কারাগার ২’তে আপনারা সবাই সেটাই দেখেছেন’।

সোশ্যাল মিডিয়ায় নিজের বাবার ছবির সঙ্গে ‘কারাগার ২’-এ (Karagar 2) তাঁর কান্নার দৃশ্যের ছবি শেয়ার করেছেন অভিনেতা। লিখেছেন, ‘আমার চোখের জলের সঙ্গে দিব্যর চোখের জল মিশে গিয়ে অন্য এক আবেগের জন্ম দিয়েছে ‘কারাগার ২’তে’। উল্লেখ্য, ছবিতে কাজ করেছেন দিব্য জ্যোতি। চঞ্চল বাবু লেখেন, ‘দিব্যর সঙ্গে এক ফ্রেমে আমি দাঁড়াইওনি। তাহলে একই আবেগে কিভাবে দু’জন ভাসলাম চোখের জলে, দর্শকদের চোখও কিভাবে ভিজে গেল? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই’।

সেইসঙ্গে তিনি আরেকটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। তাঁর কথায়, ‘অনেকেই জানেন আমার বাবা প্রচন্ড অসুস্থ। আজ ১৩ দিন আইসিইউ’তে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শেষ সময়ে অপেক্ষারত আমরা সবাই। আমার অচেতন বাবার মনের কথাগুলো দিব্য কিভাবে লিখে ফেলল? মনে হচ্ছিল এটাই আমার বাবার কথা। দিব্যর লেখা এই অসময়ে আমাদের একটা পথ দেখিয়ে দিল’। নিজের পোস্টে দিব্যর সেই লেখা শেয়ার করেছেন অভিনেতা। যা পড়ে ভালো লেগেছে সকল নেটিজেনদের। কেউ অভিনেতার পোস্টে মন্তব্য করেছেন, ‘আহ, কি অপূর্ব লেখা। এই সময়ে আর কোনও কথা থাকে না’। কেউ আবার জানান, ‘কারাগার ২’ দেখে শেষ করলেন। অসম্ভব ভালো লেগেছে। কেউ কেউ আবার নিজেদের কষ্ট শেয়ার করেছেন অভিনেতার পোস্টে। ইদানিংকালে প্রায়ই বাবাকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করছেন চঞ্চল চৌধুরী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version