Chanchal Chowdhury: ‘বাবার হাত ধরে থাকাটাই সব’, ফেসবুকের কভার ফটো বদলালেন চঞ্চল চৌধুরী

।। প্রথম কলকাতা।।

Chanchal Chowdhury: প্রত্যেকের জীবনে বাবা-মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের জায়গা কেউ কখনোই পূরণ করতে পারে না। আর যখন সেই মানুষগুলো অসুস্থ থাকে, তখন বেশি করে তাঁদের গুরুত্বতা নিজের জীবনে অনুভব করা যায়। সে তুমি যতই বড় হয়ে যাওনা কেন, বাবা-মার হাত ধরে এগিয়ে চলা এক আলাদাই শান্তি দেয় মনে। আর এরকমই কিছু অনুভূতি বয়ে বেড়াচ্ছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজের বাবার হাসপাতালে ভর্তি থাকার খবর দেন ওপার বাংলার জনপ্রিয় এই তারকা। তারই পাশাপাশি বাবার সঙ্গে কাটানো পুরনো কিছু স্মৃতি সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। ফের আবার মঙ্গলবার ফেসবুকে (Facebook) বাবার সঙ্গে নিজের কভার ফটো দিয়েছেন চঞ্চল বাবু। ক্যাপশনে লেখেন, ‘বাবার হাত ধরে থাকাটাই সন্তানের প্রশান্তি’।

এদিন যে ছবি তিনি শেয়ার করেছেন, সেখানে বাবার সঙ্গে খোশ মেজাজে গল্প করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর পোস্টের নিচে কেউ মন্তব্য করেছেন, ‘বাবার স্বপ্নের প্রতিফলন আপনি। শুভকামনা দুজনের জন্য’। কেউ আবার বলেছেন, ‘যাঁরা পিতৃহীন তাঁরা বোঝে পৃথিবীতে সবকিছু থেকেও কিছু নেই। বাবার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা’। অনেকেই অভিনেতার বাবার স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছেন। সম্প্রতি স্কুল সময়কার কথা সকলের সঙ্গে শেয়ার করেন অভিনেতা। তার পরে এদিন বাবার সঙ্গে তাঁর ছবিতে ভালোবাসায় ভরিয়েছেন সবাই। পাশাপাশি জানতে চেয়েছেন, কেমন আছেন চঞ্চল চৌধুরীর বাবা? যদিও সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেতা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version