বিশ্বকাপের লজ্জা ঢাকতে লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি! বাংলাদেশের ভরসা এখন ভারত

।। প্রথম কলকাতা ।।

চলতি বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশ দলের। বিতর্ক আর ব্যর্থতা ছাড়া টুর্নামেন্ট থেকে কিছুই অর্জন করতে পারেনি টাইগাররা। বিশ্বকাপের লজ্জা ঢাকতে এখন তাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপে প্রথম দল হিসেবে বিদায় নেয় সাকিবের দল। অন্যদিকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল প্রবেশ করেছে ভারত। দুই দল এখন দুই মেরুতে হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি দুই দলকে এক সরলরেখায় নিয়ে এসেছে। কারণ, ভারতের ম্যাচের উপর ঝুলে রয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য।

বিশ্বকাপের গ্রুপ লিগের আর একটি মাত্র ম্যাচ বাকি। বেঙ্গালুরুতে মুখোমুখি নেদারল্যান্ডস ও ভারত। এই ম্যাচের ফলে বিশ্বকাপের ছবিটা বিশেষ বদলাবে না। আট ম্যাচের মধ্যে আটটি জিতে ভারত ইতিমধ্যেই শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে। অনেকে ম্যাচটিকে নিয়মরক্ষার বললেও আদতে তা নিয়মরক্ষার নয়। লিগের শেষ ম্যাচটা ভারতের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নেদারল্যান্ডসের জন্য। কারণ তারা জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে ব্যর্থতার পর এই ম্যাচের তাকিয়ে বাংলাদেশ। এই ম্যাচে ভারত জিতলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ছাড়পত্র পাবে। তাই ভারতের জয়ের আশায় বাংলাদেশ। ভারত জিতলে শ্রীলঙ্কারও লাভ, অন্তত লাস্ট বয় হয়ে থাকতে হবে না তাদের।

চলতি বিশ্বকাপ থেকেই ঠিক হয়ে যাবে কোন কোন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। বিশ্বকাপের পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সুযোগ পাবে ২০২৫ সালের এই প্রতিযোগিতায়। আয়োজক দেশ হিসাবে পাকিস্তান সরাসরি অংশগ্রহণ করবে। তারা বাদে বাকি সাতটি দল ঠিক হবে বিশ্বকাপের পয়েন্ট তালিকা থেকে। আটটি দলের মধ্যে ইতিমধ্যেই সাতটি দল নিশ্চিত হয়ে গিয়েছে। বাকি রয়েছে একটি দল। বর্তমান পয়েন্ট তালিকায় ৮ নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির ছাড়পত্র তারা পায়নি। নয় ও দশ নম্বরে যথাক্রমে রয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। তিন দলেরই পয়েন্ট বর্তমানে চার।

যদি নেদারল্যান্ডস ভারতকে হারিয়ে সেক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে যাবে ডাচরা। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য শেষ হয়ে যাবে বাংলাদেশের। যদি কোনও কারণে বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তা হলেও ১ পয়েন্ট পাবে নেদারল্যান্ডস। সেক্ষেত্রেও বাদ পড়বে বাংলাদেশ। তাই রোহিতেরা জিতলে তবেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ হবে বাংলাদেশের। ফলে বেঙ্গালুরুর ম্যাচে বাংলাদেশের সমর্থকরা ভারতের হয়ে গলা ফাটালে অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার পর লজ্জা বাঁচাতে তাদের লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স ট্রফি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version