বলিউডে মিমি চক্রবর্তী, দীপিকা – আলিয়ার সাথে টক্কর দিতে পারবে ?

।। প্রথম কলকাতা ।।

সপ্তমীতেই সুখবর দিলেন মিমি চক্রবর্তী। রক্তবীজের পরেই বড় ঘোষণা। শাহরুখ, সালমান নাকি অন্য কোনও নায়িকা! কার সাথে দেখা যাবে মিমিকে? দীপিকা, আলিয়াকে একাই টেক্কা দেবেন তারকা সাংসদ পুজো কেমন কাটাচ্ছেন টলি নায়িকা? ২০১৭ সালে মুক্তি পেয়েছিল পোস্ত। যা দর্শক মহলে পেয়েছিল বিপুল প্রশংসা। সেই পোস্তর গল্পই দর্শক দেখবেন হিন্দি ভাষায় একটু অন্য মোড়কে। কিন্তু যিশুর চরিত্রে কে থাকছেন? ্র্থাত্ মিমির নায়ক কে? ২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী এই ছবিটিও। পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। এই ছবিতে মুখ্য চরিত্রে মিমি চক্রবর্তী তো রয়েছেনই তা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি-সহ আরও অনেককে। উইন্ডোজ ও ভায়াকম স্টুডিওর যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।

সম্প্রতি মুক্তি পেয়েছে রক্তবীজ। যে ছবিতে দাপুটে মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তারকা সাংসদকে। এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে কম কসরত করতে হয়নি মিমিকে। আবাসনের ভিতরেই রোজ নিয়ম করে বুলেট বাইক চালানো প্র্যাকটিস করতে হয়েছে। পয়লা দিনেই ভাল সাড়া ফেলেছে রক্তবীজ। এই ছবিটিতেও রয়েছেন মিমি। তাঁর সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া সরকার সহ আরও অনেকে। আবীর ও মিমির রসায়ন দর্শকদের একাংশের বেশ মনে ধরেছে। এই জুটিকে নতুনভাবে আবারও দেখার প্রতীক্ষায় ফ্যানেরা।

সারা বছর কাজ করার পর পুজোর চারটে দিন সকলেই ছুটি চায়। যদিও সবার যে সেই ইচ্ছা পূরণ হয়, তেমনটা নয়। তবে এই চারটে দিন টলিপাড়ায় ক্যামেরা চলে না। ছুটির দিনগুলো কীভাবে কাটাচ্ছেন মিমি? মিমি চক্রবর্তী আবার নিজের পুজো ছেড়ে এই চারটে দিন কোথাও যান না। কসবায় নায়িকার বাড়ি, সেখানেই নিজের পুজো শুরু করেছেন নায়িকা-সাংসদ মিমি। পুজোর কয়েকটা দিন কোনও কাজ করেন না নায়িকা। বোধন থেকে বিসর্জন পর্যন্ত সবটাই তাঁর সেখানেই কাটে। নায়িকার ধুনুচি নাচও খুবই জনপ্রিয়। সেটা দেখার জন্য অপেক্ষা করে বসে থাকেন অনুরাগীরা।

যখন গোটা শহর, এমনকি তিনি নিজেও ব্যস্ত মা দুর্গার আরাধনায়। তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুখবরটা দিয়ে ফেলেছেন মিমি। একটা সময়ে বেলাশেষে এবং প্রাক্তন দিয়ে বক্স অফিসের চেনা ছবিটা পাল্টে দিয়েছিলেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এরপরেই এসেছিল পোস্ত। বাংলা সিনেমায় নতুন ইতিহাস গড়েছিল। আর সবচেয়ে বড় কথা সেই গানের ওপারের মিমিকে ফিরে পেয়েছিলেন দর্শকরা। পোস্তর ওপর কার অধিকার বেশি? বায়োলজিক্যাল বাবা-মায়ের নাকি পোস্তকে বড় করেছে যে দাদু-ঠাকুমার? লড়াই গড়ায় আদালত পর্যন্ত। তারপর কী হল? দ্বিতীয়বার সেই উত্তর দিতে আসছে মিমির নতুন ছবি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version