Border-Gavaskar Trophy: ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কী জিততে পারবে? সোজাসুজি উত্তর উমেশ যাদবের

।। প্রথম কলকাতা ।।

 

Border-Gavaskar Trophy: বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট জয় করতে অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৭৬ রান। তবে গতিপ্রকৃতি দেখে তৃতীয় দিনে আশাবাদী ভারতীয় পেসার উমেশ যাদব (Umesh Yadav)। ইন্দোরের হোলকার স্টেডিয়ামের পিচে উদ্বোধনী দিনে ১৪ উইকেট পড়েছিল এবং বৃহস্পতিবার ১৬ ব্যাটার আউট হন। পিচ প্রচুর টার্ন রয়েছে এবং বাউন্স ব্যাটারদের কাজকে আরও কঠিন করে তুলেছে।

 

দ্বিতীয় দিনে নাথান লিয়ন আট উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংকে শেষ করে দেন এবং তার দলকে ভারতের বিরুদ্ধে একটি বিরল জয়ের কাছাকাছি এনে দিয়েছেন। উমেশ স্বীকার করেছেন যে তার দল বোর্ডে পর্যাপ্ত রান দেয়নি তবে এর বাইরে জয়ের সুযোগ রয়েছে।

 

উমেশ যাদব বলেন, “ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব এবং টাইট লাইন বল করব। এটা সহজ উইকেট নয়, সেটা আমাদের ব্যাটারদের হোক বা তাদের। বাইরে গিয়ে আঘাত করা সহজ নয়।” তিনি আরও বলেন, “রান কম কিন্তু আমরা আঁটসাঁট লাইনে লেগে থাকব এবং যতটা সম্ভব চাপ দেব।”

 

উমেশ আরও বলেন, “এই সারফেসে আমার পরিকল্পনা ছিল সোজা বল করা এবং এক বা দুই উইকেটের জন্য চাপ দেওয়া। একজন ফাস্ট বোলার হিসেবে আমাকে ডেকে শক্ত আঘাত করতে হবে এবং সঠিক জায়গায় বল করতে হবে। আমি আমার বেশির ভাগ ক্রিকেট ভারতে খেলেছি, আমার মানসিকতা সবসময়ই উইকেট পাওয়া।”

Exit mobile version