BGT: ভারতের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট জুটির রেকর্ড, নজির গড়লেন ক্যামেরন গ্রিন-উসমান খাওয়াজা

।। প্রথম কলকাতা ।।

BGT: ১০ মার্চ, শুক্রবার ভারতের মাটিতে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়ে রেকর্ড গড়লেন ক্যামেরন গ্রিন (Cameron Green) এবং উসমান খাওয়াজা (Usman Khawaja)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ তথা শেষ টেস্টে পঞ্চম উইকেটে দুজনে ২০৮ রানের জুটি গড়েন। প্রথম দিনের খেলার তৃতীয় সেশনে গ্রিন এবং খাওয়াজা জুটি গড়েন এবং দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত তা চালিয়ে যান। তাদের এই জুটি অস্ট্রেলিয়াকে চার উইকেটে ১৭০ থেকে ৩৭৮-এ নিয়ে যায়। অস্ট্রেলিয়ান সর্বোচ্চ জুটির রেকর্ড রয়েছে অ্যালান বর্ডার এবং কিম হিউজের দখলে।

১৯৭৯ সালের সেপ্টেম্বরে, মাদ্রাজের চেপাউকের মাদ্রাজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বর্ডার এবং হিউজ তৃতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন। অ্যালান বর্ডার ১৬২ রানে আউট হওয়ার পর, দিলীপ দোশির বলে আউট হওয়ার আগে হিউজ ১০০ রান করেন। ক্যামেরন গ্রিন এবং খাওয়াজা চতুর্থ অস্ট্রেলিয়ান জুটি হিসেবে টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে ২০০-এর বেশি পার্টনারশিপ গড়েন। সামগ্রিকভাবে, ৩০তম টেস্ট জুটি হিসেবে ভারতে ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন।

ক্যামেরন গ্রিনকে লেগ সাইডে ক্যাচ দিয়ে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। গ্রিন সুইপ শট খেলতে গিয়ে উইকেটরক্ষক কেএস ভরতের হাতে ক্যাচ দেন। ১৭০ বলে ১৮ চারের সাহায্যে ১১৪ রান করে গ্রিন আউট হন। অশ্বিন সেখানেই থেমে থাকেননি এবং তিনি দ্রুত পর পর অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্কের উইকেট তুলে নেন। চা বিরতির পর উসমান খাওয়াজাকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। ৪২২ বলে ২১ চারের সাহায্যে ১৮০ রানে সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ান ওপেনার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version