।। প্রথম কলকাতা ।।
বুধবার জার্মান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পুরুষ এককে ফ্রান্সের ক্রিস্টো পপভের কাছে হেরে বিদায় নিলেন শীর্ষ ভারতীয় শাটলার লক্ষ্য সেন। বিশ্বের ১২ নম্বর এবং ষষ্ঠ বাছাই লক্ষ্য সেন ৪৬ মিনিটের লড়াইয়ে বিশ্বের ৪১ নম্বর পপভের কাছে প্রথম রাউন্ডের ম্যাচে ১৯-২১, ১৬-২১ ব্যবধানে পরাজিত হন।
অন্য তিনজন ভারতীয়ও তাদের প্রথম রাউন্ডের ম্যাচে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন। মালভিকা বনসোদ ১৩-২১, ১৪-২১ ব্যবধানে পঞ্চম বাছাই চীনা খেলোয়াড় ওয়াং ঝি ইয়ের কাছে হেরে যান। অন্যদিকে সদ্য মুকুট পরা জাতীয় চ্যাম্পিয়ন মিঠুন মঞ্জুনাথ সিঙ্গাপুরের চতুর্থ বাছাই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন লোহ কেন ইউয়ের কাছে ৮-২১, ২১-১৯, ১১-২১ পরাজিত হন।
এছাড়াও বাছাইপর্বের রাউন্ডে আয়ারল্যান্ডের রাচেল দারাগকে পরাজিত করে মূল ড্রয়ে অগ্রসর হওয়া তাসনিম মীর অষ্টম বাছাই থাইল্যান্ডের শাটলার পর্নপাউই চোচুওংয়ের কাছে ২৫ মিনিটের লড়াইয়ে ৮-২১, ১০-২১ গেমে পরাজিত হন। ভারতীয় দল পরবর্তী অল ইংল্যান্ড ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যা ১৪ মার্চ বার্মিংহামে শুরু হবে।