Mainul Ahsan Noble: ফেসবুকে পোস্ট করে নিজের মৃত্যু কামনা! ফের শিরোনামে গায়ক নোবেল ম্যান

।। প্রথম কলকাতা ।।

Mainul Ahsan Noble: সবসময় সংবাদ শিরোনামে থাকেন বাংলাদেশের গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble)। রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ (Saregamapa) -এ অংশগ্রহণ করে জনপ্রিয়তা পান তিনি। শুধু তাই নয়, তাঁর গায়কীর জন্য দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন। শুধু ওপার বাংলাতেই নয়, এবার বাংলাতেও দারুণভাবে জনপ্রিয় নোবেল। ব্যক্তিগত জীবন থেকে তাঁর বিতর্কিত নানান পোস্ট। সবমিলিয়ে প্রায়ই চর্চায় থাকেন এই শিল্পী। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে নিজের মৃত্যু কামনা করেছেন নোবেল। যার জেরে সামাজিক মাধ্যমে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শিল্পী।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘সব অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে আমার জীবনে। ভেঙেছে মন। ড্রাগস ও অ্যালকোহলের প্রতি আসক্ত হয়েছি। আমার মাথায় ৭০ টি সেলাই পড়েছে। কেরিয়ার নষ্ট হয়েছে আমার। একমাত্র বাকি আছে মৃত্যু! তোমাকে স্বাগতম। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’ তাঁর এই পোস্টের পর অনেকেই কমেন্ট করেছেন।

রাহুল সরকার নামে এক জনৈক ব্যাক্তি লেখেন, ‘ভাই আপনাকে মানুষ এখনো ভালোবাসে, নিজের প্রতি বিশ্বাস রাখুন, ভালো কিছু হবে ..এতো সহজ এ ভেঙে পরবেন না, আবার ফিরে আসুন..মহম্মদ নাহিদ লিখেছেন, ‘আজ যাদের জন্য আপনার মন খারাপ/ভেঙ্গে পরেছেন। আপনি মরে গেলে তাদের কিছুই আসবে যাবে না! তাই নিজেকে শান্ত করুন। খারাপ পথ বর্জন করুন। সঠিক পথে চলুন। দেখবেন জীবন সুন্দর।’

প্রসঙ্গত, এর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলাদেশে বয়কটের ডাক দিয়ে পোস্ট করেছিলেন নোবেল। যা নিয়ে বিতর্ক কম হয়নি। তারপর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ত্রিপুরা পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version