।। প্রথম কলকাতা ।।
জাসপ্রিত বুমরাহের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য সমস্যা তৈরি করবে কারণ তারকা পেসার রোহিত শর্মার দলের একজন গুরুত্বপূর্ণ সম্পদ। এমনটাই জানালেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বুমরাহ দীর্ঘ ইনজুরির পরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। কিন্তুবপিঠের স্ট্রেস ফ্র্যাকচার থেকে পুরোপুরি সেরে উঠতে ব্যর্থ হওয়ায় ফের বাদ পড়েন দল থেকে।
৫০-ওভারের বিশ্বকাপ বছরে বুমরাহের অনুপস্থিতি ভারতীয় ক্রিকেটে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহের প্রত্যাবর্তন আরও পিছনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ড জানিয়েছে তাঁর ফিটনেস উন্নত করতে আরও সময় প্রয়োজন। এদিন বুমরাহের চোট প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলি বলেন, “বুমরাহ ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সম্পদ। স্পষ্টতই সমস্যা হবে। ফাস্ট বোলাররা প্রায়ই চোট পাবে। তাঁর সুস্থ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। ফাস্ট বোলিং সহজ নয়।”
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২০ সালের সেপ্টেম্বরে তিন ম্যাচের সিরিজের পর থেকে বুমরাহ ভারতের হয়ে আর মাঠে নামেননি। গত বছর চোটের কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি। তাই এবার ৫০-ওভারের বিশ্বকাপে বুমরাহকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।
কলকাতার ইডেন গার্ডেন্স সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গাঙ্গুলি বলেন, “ইডেন গার্ডেন্স একটি চমৎকার মাঠ। বিশ্বকাপের আগে, নতুন কাঠামো এবং স্ট্যান্ড তৈরি করা হবে।” পাশাপাশি গাঙ্গুলি আরও বলেন যে ভারতকে তাদের ঘরের মাঠে হারানো সহজ কাজ নয়। এবং সে কারণেই তিনি রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে চলমান ওয়ানডে সিরিজ জয়ের জন্য ফেভারিট হিসাবে দেখছেন। ইতিমধ্যেই প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।