Buddhadeb Dasgupta: অধ্যাপনা ছেড়ে বেছে নিয়েছিলেন ছবি পরিচালনাকে, জন্মদিনে বুদ্ধদেব দাশগুপ্ত

।। প্রথম কলকাতা ।।

Buddhadeb Dasgupta: চলচ্চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। তবে সেইসঙ্গে তাঁর চলাচল ছিল সাহিত্যজগতেও। তাঁর কলম থেকে বেরিয়েছে একাধিক কবিতা, যা নিয়ে চর্চা হয়েই থাকে। ‘রোবটের গান’, ‘ছাতা কাহিনী’, ‘গভীর আড়ালে’র মতো কাব্যগ্রন্থ রয়েছে তাঁর। এমনকি তাঁর নির্মিত চলচ্চিত্রগুলিতে কবিতার ছোঁয়া রয়েছে। দক্ষিণ পুরুলিয়ার আনারাতে আজকের দিনে জন্ম হয় বুদ্ধদেব দাশগুপ্তর।

প্রতিভাবান এই শিল্পীর কর্মজীবন শুরু হয়েছিল অধ্যাপক হিসেবে। কিন্তু কিছুদিন পরই সেখান থেকে সরে এসে ছবি পরিচালনাকে বেছে নেন। কাকার কারণে কলকাতা ফিল্ম সোসাইটির সদস্য হয়েছিলেন। আর সেখানেই তাঁর পরিচয় হয়েছিল চার্লি চ্যাপলিন, ইঙ্গমার বার্গম্যান, আকিরা কুরোসাওয়া, ভিত্তরিও দে সিকার সৃষ্টির সঙ্গে। পরিবারে ৯ জন ভাই-বোন ছিলেন তাঁরা। বাবা ছিলেন ভারতীয় রেলওয়ের একজন ডাক্তার। সেই কারণে তাঁর ছোটবেলা বিভিন্ন জায়গায় কেটেছে। পড়াশোনা করার জন্য কলকাতায় আসেন বুদ্ধদেব বাবু। স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্যামসুন্দর কলেজে অধ্যাপনা করেছেন তিনি।

১৯৬৮-তে ১০ মিনিটের তথ্যচিত্র ‘কন্টিনেন্ট অব লাভ’ দিয়ে লাইমলাইটের দুনিয়ায় তাঁর পদার্পণ। ১৯৭৮-এ মুক্তি পেয়েছে ‘দূরত্ব’। যেখানে মেন লিডে ছিলেন মমতা শংকর। এর পর ‘গৃহযুদ্ধ’, ‘অন্ধি গলি’, ‘ফেরা’, ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’, ‘লাল দরজা’, ‘উত্তরা’, ‘মন্দ মেয়ের উপখ্যান’-এর মতো আরও চলচ্চিত্র রয়েছে তাঁর। তিনি এমন এমন সৃষ্টি করেছেন যে, তার জন্য সম্মানিতও হয়েছেন। তাঁর ঝুলিতে গিয়েছে অসংখ্য পুরস্কার। ‘উত্তরা’ ও ‘স্বপ্নের দিন’ ছবির জন্য পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়া নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভূষিত হয়েছে তাঁর ‘গৃহযুদ্ধ’, ‘উত্তরা’, ‘জানালা’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘চরাচর’। তাঁর চলচ্চিত্রে জায়গা পেয়েছে বাস্তবতা, সেইসঙ্গে ধরা দিয়েছে লোকজ সংস্কৃতি। নিজের চলচ্চিত্রের মধ্যে দিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন সকলের কাছে। তিনি পরিচালক হিসেবে পরিচিতি পাওয়ার থেকে, নিজের কবি সত্ত্বাকে বেশি পছন্দ করতেন। এই প্রতিভাবান শিল্পীকে আমরা হারিয়েছি ২০২১-এ। দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্র জগতে এক অধ্যায়ের অবসান হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version