।। প্রথম কলকাতা ।।
উরুগুয়েকে হারিয়ে তৃতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে রোনাল্ডোর পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিদের পরাজিত করে পর্তুগিজরা। তবে ম্যাচে বিতর্কের সৃষ্টি হয় ব্রুনো ফার্নান্দেজের প্রথম গোল নিয়ে। ফার্নান্দেজের ক্রস বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। সেইসময় হেড নিতে লাফিয়ে ছিলেন রোনাল্ডো। প্রথমে গোলটি রোনাল্ডোকে দিলেও পরে তা ফার্নান্দেজকেই দেওয়া হয়।
অনেকেই ভেবেছিলেন বল রোনাল্ডোর মাথা ছুঁয়ে বেড়িয়ে গেছে। যদিও গোলের পর উদযাপন করতেও দেখা যায় পর্তুগিজ সুপারস্টারকে। এমনকি ব্রুনো ফার্নান্দেজও মনে করেছিলেন গোলটি রোনাল্ডোই করেছেন। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসেও সেই কথায় জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। তিনি বলেন, “বলটি মাথা ছুঁয়েছিল রোনাল্ডোর, সেই কারণে গোলটি তাঁরই।”
Cristiano Ronaldo Oscar winning acting 😂🏃 so shameless.#portugal s#FIFAWorldCup pic.twitter.com/3FxlFIijUk
— 𝙆𝙧𝙖𝙩𝙤𝙨༒ (@Kratos_leo_) November 28, 2022
যদিও এই গোলটি নিয়ে রীতিমতো চর্চায় সোশ্যাল মিডিয়া। ম্যাচ শেষে রোনাল্ডো দাবি জানান তাঁরা মাথা ছুঁয়েছিল বলটি। কিন্তু রোনাল্ডোর নস্যাৎ করে দেওয়া হয়। নেটিজেনদের একাংশ বলেছেন গোলের পর রোনাল্ডোর উদযাপন তাঁর অভিনয় ছিল। অনেকেই রোনাল্ডোর গোল উৎসব নিয়ে মজা করে বলছেন রোনাল্ডো গোল উদযাপন করেছিলেন ফার্নান্দেজের জন্য। ইংল্যান্ডের ক্রিকেটার ক্রিস ওকস মজা করে টুইটে লেখেন, “সেই ‘রোনাল্ডো’ গোল নিয়ে কী বলছেন স্নিকো? আমি মনে করি ফ্ল্যাট লাইন।”
What’s snicko saying on that ‘Ronaldo’ goal? 🤔 flat line I reckon 🤣
— Chris Woakes (@chriswoakes) November 28, 2022
https://twitter.com/ContextRonaldo/status/1597350339032002560?s=20&t=lE6CHtuL6WmeC5251W88eQ