।। প্রথম কলকাতা ।।
ক্রিসমাসের প্রাক্কালে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মিলিত হন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের পরিবার। যেখানে ৮২ বছর বয়সী ফুটবল সম্রাট নভেম্বর থেকে ক্যানসারের চিকিৎসা এবং শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতার জন্য ভর্তি রয়েছেন। চিকিৎসকরা চলতি সপ্তাহে বলেছিলেন যে পেলের ক্যান্সার বেড়েছে এবং তিনবারের বিশ্বকাপজয়ীর “কিডনি এবং কার্ডিয়াক ডিসফাংশন” সম্পর্কিত কারণের জন্য হাসপাতালে থাকতে হবে।
সংবাদসংস্থা এপি নিউজ জানায়, “শনিবার বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছান পেলের ছেলে এডসন চোলবি নাসিমেন্তো, যিনি এডিনহো নামে পরিচিত।” পেলের কন্যা কেলি নাসিমেন্তোর একটি ইনস্টাগ্রামে একটি পোস্টে দেখা যায় এডিনহো এবং তার দুই সন্তানের পাশে বসে আছেন পেলে। এডিনহো একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তার বাবার হাত ধরে আছে। এবং লিখেছেন “বাবা… আমার শক্তি তোমার।”
পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপের গৌরব এনে দিয়েছিলেন। ব্রাজিলিয়ান তারকা নেইমার সম্প্রতি ২০২২ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের শীর্ষস্থানীয় স্কোরার (৭৭ গোল) হিসেবে পেলের সর্বকালের রেকর্ডটি স্পর্শ করেছেন। বিশ্বকাপের সময় অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন ফুটবল সম্রাট। ব্রাজিলের খেলোয়াড় এবং ভক্তরা বিশ্বকাপ চলাকালীন পেলের ছবি সম্বলিত বিশাল ব্যানার উড়িয়ে পেলেকে শ্রদ্ধা জানান। বিশ্বজয়ের পর পেলে আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানান এবং ফাইনালের পরে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের পারফরম্যান্সের প্রশংসা করেন।