FIFA World Cup 2022 : সুইৎজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিল

।। প্রথম কলকাতা ।।

কাসেমিরোর একমাত্র গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল ব্রাজিল। নেইমারহীন ব্রাজিল নিজেদের ছন্দ হারল এদিন। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। দোহার ৯৭৪ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জয় পেল ব্রাজিল। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জয়ে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল সেলকাওরা।

 

ব্রাজিলের আক্রমণে রয়েছেন রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকারা। তবুও কোথাও যেন নেইমারের অভাব ফুটে উঠল ব্রাজিলের খেলায়। শুরু থেকেই বল দখলে নিজেদের আধিপত্য বিস্তার করে আক্রমণ করে গেল তিতের দল। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তাঁরা। কিন্তু গোলের দেখা পায়নি ব্রাজিল। ২৭তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। রাফিনিয়ার ক্রস থেকে ভিনিসিয়াসের রুখে দেন সুইৎজারল্যান্ড গোলরক্ষক ইয়ন সামের।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল। তবে ৫৩ মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ সুইৎজারল্যান্ড। ম্যাচের ৬৪ মিনিটে বল জালে পাঠান ভিনিসিয়াস। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল করে রেফারি। ৮৩ মিনিটে কাঙ্খিত গোলটি আসে কাসেমিরোর পা থেকে। এরপর গোলের লক্ষ্যে সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে আর গোলের দেখা পায়নি তিতের দল। অন্যদিকে গোটা ম্যাচে একটাও গোলের লক্ষ্যে শট রাখতে পারল না সুইৎজারল্যান্ড।

Exit mobile version