FIFA World Cup 2022: দক্ষিণ কোরিয়াকে হেলায় হারিয়ে শেষ আটে ব্রাজিল

।। প্রথম কলকাতা ।।

নেইমার-ভিনিসিয়াস জুনিয়র-রিচার্লিসনরা ফিরতেই চেনা ছন্দ খুঁজে পেল ব্রাজিল। সাম্বা ছন্দে ভয়ঙ্কর হয়ে উঠল তিতের দল। একের পর এক গোলে প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করল সেলকাওরা। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে ব্রাজিল। আক্রমণাত্মক ব্রাজিলের কাছে পথ হারাল দক্ষিণ কোরিয়া। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি করল এশিয়ান দলটি। ব্যবধান কমানো গোলটি করেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার সিউং-হো।

কাতারের ৯৭৪ স্টেডিয়ামে শুরু থেকেই কোরিয়া রক্ষণে আক্রমণের ঢেউ তুললো ব্রাজিল। শুরুতেই দুটো ভালো সুযোগ তৈরি করেও দক্ষিণ কোরিয়ার ডেডলক ভাঙতে পারেনি ব্রাজিল। তবে গোল পেতেও দেরি হয়নি সেলকাওদের। ম্যাচের সপ্তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ঠিক ১৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন চোট কাটিয়ে ফেরা নেইমার। রিচার্লিসনকে কোরিয়ার জং য়ু-ইয়ং ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। আন্তর্জাতিক ফুটবলে ৭৬ টি গোল করে ফেললেন নেইমার। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলেকে ছুঁতে নেইমারের দরকার আর একটি গোল।

পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়ে তুললেও ফলপ্রসূ হয়নি দক্ষিণ কোরিয়ার। ২৯ মিনিটে অসাধারণ গোলে স্কোরলাইন ৩-০ করেন রিচার্লিসন। একের পর এক আক্রমণ গড়ে তুলতে থাকে ব্রাজিল। ৩৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান পাকুয়েতা। এই গোলের পরই একপ্রকার জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ অনেকটাই কমে যায় ব্রাজিলের। সেই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণ গড়ে তোলে দক্ষিণ কোরিয়া। একের পর এক সুযোগও পায় এশিয়ান দলটি। তবে গোলের মুখ খুলতে পারেনি। ৭৬ মিনিটে অসাধারণ একটি শটে ব্যবধান কমান সিউং-হো। তবে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্সের পেরে উঠলো না কোরিয়া। জয় নিয়ে মাঠ ছাড়ল তিতের দল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

Exit mobile version