ভারতের দ্বিতীয় সারির দলেও ব্রাত্য! তবে কী চাহালকে ছেঁটে ফেলতে চাইছে টিম ম্যানেজমেন্ট?

।। প্রথম কলকাতা ।।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাননি সুযোগ। ২০২২ টি-২০ বিশ্বকাপে সুযোগ পেলেও একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি। ২০২৩-এর পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও দলে জায়গা হয়নি তাঁর। তিন তিনটি বিশ্বকাপযুদ্ধে ব্রাত্য ভারতীয় দলের সীমিত ওভারের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয় গত এশিয়া কাপেও দল থেকে বাদ পড়েন যুজি। যা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় সারির দল থেকেও বাদ পড়লেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় ভারতীয় ক্রিকেট। এমন পরিস্থিতিতে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না তারকা ক্রিকেটার।

চাহাল অবশ্য বিতর্কিত কোন মন্তব্য করেননি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ইমোজি দিয়ে টুইট করেন যুজবেন্দ্র চাহাল। তবে এই ইমোজি যেন অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। অনেকের মতে দলে জায়গা না পেয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভারতের তারকা স্পিনার। সোমবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। সেই দলে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইকে দলে নিলেও, তাঁদের থেকে অনেক বেশি অভিজ্ঞ চাহালকে এড়িয়ে গিয়েছে অজিত আগরকারের জাতীয় মুখ্য নির্বাচক কমিটি।

আগামী বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যারফলে এখন থেকেই বেশ কিছু ক্রিকেটারকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট। আর সেই লক্ষ্যে প্রথম টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাদ পড়লেন যুজবেন্দ্র চাহাল। দলে সুযোগ না পাওয়ায় ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে দলে রাখা হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেল। বিষয়টি নিয়ে বিসিসিআই সরকারিভাবে কিছু না জানলেও, আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনদের একাংশ।

২০১৬ সালের জুন মাসে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় যুজবেন্দ্র চাহালের। ৭২টি ওডিআই ম্যাচে তাঁর এখনও পর্যন্ত উইকেট সংখ্যা ১২১। যা ভারতীয় বোলারদের মধ্যে তৃতীয় সর্বাধিক এবং কুলদীপ যাদবের পরে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। দুইবার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। ভারতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চলতি বছরের ১৩ আগস্ট। একদিনের ম্যাচ খেলেছিলেন ২৪ জানুয়ারি। এখন একটাই প্রশ্ন আদেও কী ভারতীয় দলে ফিরতে পারবেন যুজবেন্দ্র চাহাল? ফিরলেও কী তাঁর বারবার বাদ যাওয়ার যন্ত্রণা কমবে?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version