।। প্রথম কলকাতা ।।
Released Movie List: দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে সময় পেলেই সিনেমা হলে গিয়ে নতুন নতুন ছবির মজা নিয়ে থাকেন মানুষ।। বলতে গেলে, মানুষের মনোরঞ্জনের অত্যন্ত বড় একটি জায়গা জুড়ে রয়েছে সিনেমা। বিগত দু’বছরে করোনার জেরে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখার আনন্দ অনেকেই মিস করেছেন। তবে এবারে আর তেমন পরিস্থিতি নেই। ইদানিংকালে বক্স অফিসে মুক্তি পেয়েছে বাংলা-হিন্দি মিলিয়ে বহু সিনেমা। অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ থেকে শুরু করে অমিতাভ বচ্চনের ‘উঁচাই’, অপরাজিতা-কৌশিক-এর ‘কথামৃত’, ‘দোস্তজী’
আর ‘বল্লভপুরের রূপকথা’ এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে বক্স অফিস।
দৃশ্যম ২-
বক্স অফিসে এখন ঘোড়ার মতো দৌড়াচ্ছে ‘দৃশ্যম ২’। ১৮ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ২০১৩-য় জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম। ২০১৫-য় হিন্দিতে তা তৈরি করেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময় এই থ্রিলার ছবি দেখে নড়েচড়ে বসেছিল গোটা দেশের দর্শক। এবার তারই সিক্যুয়েল পেয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ‘দৃশ্যম ২’র পরিচালনায় অভিষেক পাঠক। রিমেক হওয়া সত্ত্বেও এই বলিউড ছবি নিয়ে হইচই পড়েছে চারিদিকে। বিজয় সালগাঁওকরের ভূমিকায় অজয় দেবগনের অভিনয় ছবির মূল আকর্ষণ। এবারে বিজয়ের সত্যিই জানার জন্য মিস্টার এবং মিসেস দেশমুখের সঙ্গে রয়েছেন আয়োজিত তরুণ আহ্লাওয়াট। এবারে বিজয়কে ধরা যাবে কিনা সত্যিটা সামনে আসবে কিনা সেটা নিয়েই ছবি। ছবিতে অজয় দেবগন ছাড়া মুখ্য ভূমিকায় রয়েছেন টাব্বু, অক্ষয় খান্না, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর, ম্রূণাল যাদব, সৌরভ শুক্লা প্রমুখ।
উঁচাই-
সাত বছর পর পরিচালনায় ফিরেছেন সূরজ বর্জাতিয়া। ফিরেই বলিউডের প্রথম শাড়ির অভিনেতাদের নিয়ে তৈরি করে ফেলেছেন ‘উঁচাই’। ছবিতে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, পরিনীতি চোপড়ার মতো অভিনেতারা রয়েছেন। ছবিটি বন্ধুত্বের এক নয়া সমীকরণকে তুলে ধরেছে। এখানে ড্যানি ডেনজংপার হিমালয় ট্রেক করার অপূর্ণ সাধ পূর্ণ করবে বাকি তিন বন্ধু। আর তাঁদের প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে পরিণীতিকে। এক কথায় চার বন্ধুর ভালোবাসা ও বন্ধুত্বের আবেগপূর্ণ কাহিনী হল সূরজ বর্জাতীয়ার ‘উঁচাই’। খুব কম সংখ্যার প্রেক্ষাগৃহে এটি মুক্তি পেয়েছে। তবে দর্শকদের কাছ থেকে ছবি নিয়ে ইতিবাচক মন্তব্যই পাওয়া গিয়েছে।
কথামৃত-
দাম্পত্য সুখের হয় একজন কথা না বললে! এমনই বার্তা দিচ্ছে অপরাজিতা-কৌশিকের ‘কথামৃত’। সুখী দাম্পত্যের চাবিকাঠি একজনের বোবা হওয়া! সেটাই দেখানো হয়েছে ছবিতে। কৌশিক আর অপরাজিতার চরিত্র একটু বেশি বয়সেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। কৌশিকের চরিত্রটি বদ আর রুক্ষ মেজাজি ছিল। বাজে ব্যবহার করে থাকত স্ত্রী, দোকানের কর্মচারী ও নিজের মায়ের সঙ্গে। স্ত্রীর কাছে একটা সময় অসহ্য লাগতে থাকে সবকিছু। এমন সময় হঠাৎই এক দুর্ঘটনায় ‘বোবা’ হয়ে যায় কৌশিক। আর তাতেই সংসারে শান্তি ফিরে আসে। এমনকি পাড়ার লোকেদের কাছেও উদাহরণ দেওয়ার মতো দম্পতিতে পরিণত হয় কৌশিক আর অপরাজিতার সম্পর্ক। কিন্তু এটাই সবথেকে অবাস্তব, হাস্যকর লেগেছে সকলের কাছে। অনেকের প্রশ্ন, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো বুঝদার মানুষ এই রকম অভিনয় করতে কেন রাজি হল? ছবির পরিচালনায় জিৎ চক্রবর্তী। কৌশিক-অপরাজিতার সঙ্গে ছবিতে রয়েছেন বিশ্বনাথ বসু, অদিতি চট্টোপাধ্যায়ও।
দোস্তজী-
দুই খুদের বন্ধুত্বের গল্প থেকে বিচ্ছেদের কাহিনী নিয়ে তৈরি ‘দোস্তজী’। আন্তর্জাতিক পুরস্কার জিতেছে ছবিটি। যাঁরা এই দুই বন্ধুত্বর চরিত্রে অভিনয় করেছেন, তাঁরা কোনও বড় মাপের নায়ক বা শিল্পী নয়। কিন্তু তাঁদের অভিনয় সাড়া ফেলে দিয়েছে চারিদিকে। মূখ্য চরিত্রে যে দু’জন রয়েছে, তাঁরা অত্যন্ত সাধারণ স্কুলের ছাত্র আরিফ শেখ ও আশিক শেখ। সেইসঙ্গে ছবিতে বাদবাকি, আর যাঁরা কাজ করেছেন, তাঁদের অধিকাংশ কলাকুশলী মুর্শিদাবাদ জেলার। তবে প্রসূন চট্টোপাধ্যায়ের এই ছবির চর্চা চলছে চারিদিকে। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ছবি দেখে সারারাত ঘুমোতে পারেননি। বন্ধুত্ব এমনই একটি শব্দ যা আমাদের জীবনভর বিপদে-আপদে বাঁচায়। আর এই ছবি সেরকমই এক বন্ধুত্বের কাহিনীকে তুলে ধরেছে।
বল্লভপুরের রূপকথা-
চলতি বছর একাধিক বাংলা ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি ছবি সমালোচকদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর তার মধ্যে একটি হল ‘বল্লভপুরের রূপকথা’। এই ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। অনির্বাণ ভট্টাচার্যের পরিচালনায় এই ছবিতে সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা, ব্যানার্জি, দেবরাজ ভট্টাচার্যকে অভিনয় করতে দেখা গিয়েছে। বাদল সরকারের নাটক থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে ছবিটি। এখনও পর্যন্ত আড়াই কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে ছবি। শুরু থেকেই রমরমে ব্যবসা করছে ছবিটি। শুধু শহরের মাল্টিপ্লেক্সেই নয়, রূপকথাকে নিজের চোখে দেখতে সিঙ্গল স্ক্রিনেও ভিড় জমিয়েছে মানুষ।
এছাড়া মুক্তি পেয়েছে অঙ্কুশের ‘ওগো বিদেশিনী’। বাঙালি মা ও তাঁর ছেলের সঙ্গে এক বিদেশিনীর গল্প। ছবিতে রয়েছেন অঙ্কুশ হাজরা, অ্যালেকজান্ড্রা টেলর, মানসী সিনহা, শান্তিলাল মুখোপাধ্যায়ের মত অভিনেতারা। গল্পে এক বিদেশিনীর প্রেমে পড়েন অঙ্কুশের চরিত্র। কিন্তু তাঁর মা বাঙালি বাড়ির আর পাঁচটা ঘরোয়া মেয়েদের মত। কুসংস্কারে বিশ্বাসী, ছেলের প্রতি অত্যন্ত স্নেহ রয়েছে। কিন্তু কোনও এক ম্যাজিকেই সেই বিদেশিনী মেয়ের সঙ্গেই বন্ধুত্ব হয়ে যাবে মানসীর চরিত্রের। তারপর বাকিটা দেখতে হলে যেতে হবে সিনেমা হলে।
এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে ‘দৃশ্যম ২’, ‘বল্লভপুরের রূপকথা’, ‘দোস্তজী’। যদি না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই টিকিট কেটে চলে যান সিনেমা হলে। দৈনন্দিন নানা চিন্তা-ভাবনা, ক্লান্তি থেকে রেহাই দেবে এই ছবিগুলি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম