Sridevi’s Death Anniversary: বলিউডের ‘প্রথম মহিলা সুপারস্টার’ শ্রীদেবী, প্রয়াণ দিবসে স্মরণে ‘চাঁদনি’

।। প্রথম কলকাতা।।

Sridevi’s Death Anniversary: তাঁর নামটাই যথেষ্ট। ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় শীর্ষে নাম আসে তাঁর। তাঁর নামের সঙ্গে যত রকমের বিশেষণ ব্যবহার করা যায়, তত কম পড়বে। ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন নায়িকা। কয়েক বছর আগে তাঁর চলে যাওয়ার খবর সকলকে চমকে রেখে দিয়েছিল। সকলের কাছে এটা একটা অবিশ্বাস্যকর সংবাদ ছিল। তিনি আর নেই, তাঁকে আর কখনও পর্দায় দেখা যাবে না ভেবে কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর বহু অনুরাগী। আজও সকলের মনের মনিকোঠায় রয়ে গিয়েছে শ্রীদেবী (Sridevi)।

ইন্ডাস্ট্রিতে তিনি জনপ্রিয়তা পেয়েছেন শ্রীদেবী নামে। কিন্তু জানেন তাঁর আসল নাম কি ছিল? অভিনেত্রীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ (Jurassic park) ছবিটি প্রায় সকলেরই দেখা। কিন্তু এটা জানেন কি, সেই ছবিতে কাজ করার কথা ছিল বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর? শোনা যায়, ‘জুরাসিক পার্ক’-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের জন্য অফার করা হয়েছিল শ্রীদেবীকে। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কারণ হিসেবে জানিয়েছিলেন, সেই চরিত্রে তাঁর বিশেষ কিছু করার ছিল না। তবে অভিনয়কে তিনি খুবই ভালোবাসতেন। বলতে গেলে নিজের কাজের প্রতি বদ্ধপরিকর ছিলেন নায়িকা। তাই ১০৩ ডিগ্রি জ্বর নিয়েও “না জানে কাহা সে অ্যায়ি হ্যায়” (Na Jaane Kahan Se Aayi Hai) শ্যুটিং করেছিলেন তিনি। মাত্র চার বছর বয়সে অভিনয়ে অভিষেক হয়েছে তাঁর। খুব বেছে বেছে ছবি করতেন শ্রীদেবী। অনিল কাপুর (Anil Kapoor) অভিনীত ‘বেটা’ (Beta) ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সেই অফারও ফিরিয়ে দিয়েছিলেন। যদিও তার আগে অনিল কাপুরের সঙ্গে বহু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার এই জনপ্রিয় অভিনেত্রী তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালাম সহ কন্নড় ছবিতে কাজ করেছেন। ১৯৮০ ও ৯০-এর দশকে বিনোদন দুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী ছিলেন তিনিই। অভিনয়ের দুনিয়ায় তাঁকে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। সাল ১৯৬৩, ১৩ অগাস্ট তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor’s Mother) মা। দক্ষিণ ভারতে বড় হওয়ায় ঠিকঠাক হিন্দি বলতে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। ‘আখরি রাস্তা’ ছবিতে অভিনেত্রীর জন্য ডাবিং করেছেন রেখা (Rekha)। তাঁর দুই মেয়ের নাম স্বামী বনি কাপুর (Boney Kapoor) প্রযোজিত ছবি ‘জুদাই’ (Judaai) ও ‘হামারা দিল আপকে পাস হ্যায়’-এর (Hamara Dil Aapke Paas Hai) চরিত্রের নামে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি গানেও সমান পারদর্শী ছিলেন তিনি। ‘সদমা’, ‘চাঁদনি’ (Chandni) ছবিতে প্লেব্যাক গায়িকার ভূমিকাতে দেখা গিয়েছে তাঁকে।

১৩ বছর বয়সে মা হয়েছিলেন তিনি। কীভাবে? উল্লেখ্য, এটা বাস্তব জীবনে নয়। ‘মুনড্রু মুড়িচু’ ছবিতে রজনীকান্তের (Rajnikant) সৎ মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ছোট-বড় সব চরিত্রে সাবলীল তিনি। তাঁর ভক্তরা তাঁকে সমস্ত চরিত্রে সাদরে গ্রহণ করেছেন। তাঁর কিছু বিখ্যাত চলচ্চিত্রের নাম হল, ‘চালবাজ’, ‘চাঁদনি’, ‘সীতা-গীতা’, ‘নাগিনা’, ‘লাডলা’ (Laadla), ‘মিস্টার ইন্ডিয়া’ (Mr. India)। ২০১২-তে তাঁর ‘ইংলিশ ভিংলিশ’ (English Vinglish) চলচ্চিত্র দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। ২০১৮’র ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি দেন শ্রীদেবী। তাঁকে বলিউডের (Bollywood) ‘প্রথম মহিলা সুপারস্টার’ বলা হয়। সে বছরের ২০ ফেব্রুয়ারি ছোট মেয়েকে নিয়ে দুবাইয়ে (Dubai) পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। ঠিক করেছিলেন সেখানে কয়েকদিন থেকে তার পর বাড়ি ফিরবেন। প্রসঙ্গত, দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। যদিও সেখানে উপস্থিত ছিলেন না বনি কাপুর। কিছু কাজের জন্য লখনৌতে গিয়েছিলেন তিনি। তবে স্ত্রীকে সারপ্রাইজ দিতে ২৪ তারিখ ফিরে আসেন। গোটা দিনটা কাছের মানুষটির সঙ্গে কাটান বনি কাপুর। এর পর ঠিক করেছিলেন রাতে খাবার খাবেন একসঙ্গে। ডিনারে যাওয়ার আগে স্নান করতে ঢুকেছিলেন অভিনেত্রী। কিন্তু তার পর আর তিনি ফেরেননি। তাঁকে বাথটবে পান বনি কাপুর এবং শেষে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজও তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্য রয়ে গিয়েছে। দুবাই পুলিশ জানিয়েছে, তাঁর মৃত্যু একটা দুর্ঘটনা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version