Biswanath Basu: ঘরে ঘরে বিশ্বনাথ! সঞ্চালনার দায়িত্বে ফিরে কেমন লাগছে অভিনেতার?

।। প্রথম কলকাতা ।।

Biswanath Basu: নতুন বছরের শুরুতেই জি বাংলায় শুরু হয়েছে নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’ (Ghore Ghore Zee Bangla)। অনেক আগে থেকেই এর প্রোমো টিভির পর্দায় দেখা গিয়েছে। যেখানে নজরে এসেছেন পর্দার ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni)। কিন্তু কয়েকটি পর্বের পরই এই শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। তবে শোতে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে‌। এবার জানা যাচ্ছে এই শোর সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন ব্যক্তিত্ব। কে তিনি?

ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় ও পরিচিত মুখ বিশ্বনাথ বসু (Biswanath Basu)। প্রায় পাঁচ বছর পর আবার নতুন ভূমিকায় ছোটপর্দায় ফিরছেন তিনি। এর আগে ‘ভ্যাবাচাকা ২’, ‘ফিরে আসার গান’-এর মত রিয়ালিটি শো সঞ্চালনার ভূমিকায় দর্শকদের মনোরঞ্জন করেছেন অভিনেতা। এই মুহূর্তে ‘ঘরে ঘরে জি বাংলা’র শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। ‘আনন্দবাজার অনলাইন’-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে জানিয়েছেন, ‘খুবই ভালো লাগছে। মানুষের সঙ্গে মিশতে পছন্দ করি। বরাবরি আড্ডাবাজ। রাস্তায় চায়ের দোকানে দাঁড়ালেও, চেষ্টা করি দোকানদারের খবর নিতে। তাই মানুষের মধ্যে মিশে গিয়ে এই কাজটা করতে পেরে আমি খুবই উত্তেজিত’।

কলকাতায় যে সকল এপিসোডের শ্যুটিং হবে সেখানে সঞ্চালনার দায়িত্ব সামলাবেন ‘লক্ষী কাকিমা’ (Aparajita Adhya)। অন্যদিকে মফস্বলের এরিয়ায় দেখা যাবে বিশ্বনাথকে। মূলত একটি করে পরিবারের সঙ্গে আড্ডায় ও খেলায় মাতবেন সঞ্চালকরা। উঠে আসবে কিছু সাধারন মানুষের কাহিনী। এরই মধ্যে শ্যামনগর, ইছাপুর, হাবরা, বসিরহাটে বেশ কয়েকটি পর্বের শ্যুটিং করেছেন বিশ্বনাথ। অভিনেতার বক্তব্য, ‘কলকাতার বাইরে থেকে এসেছি। পৌষপার্বণ উৎসব থেকে শুরু করে ইতু পুজো, ফুটবল বা ক্যারাম প্রতিযোগিতা, ছোট ছোট অনুষ্ঠান বা গ্রন্থাগারের নস্টালজিয়া বাঙালির জীবনের গল্পগুলি এখনও কিন্তু মফস্বলেই রয়ে গিয়েছে। আর এগুলোর সঙ্গে আমি অত্যন্ত পরিচিত। তাই কাজটা করতেও বেশ ভালো লাগছে’। সাধারণত সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে দেখা যায় তাঁকে। দর্শকদের হাসাতে বেশ ভালোই পারেন তিনি। এবার সঞ্চালকের ভূমিকায় তাঁকে দর্শকরা কেমন ভালোবাসা দেয়, সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version