TRP List: চলতি সপ্তাহের টিআরপি চার্টে বড় চমক, সেরা ১০-এ রয়েছে কোন কোন ধারাবাহিক?

।। প্রথম কলকাতা।।

TRP List: গোটা সপ্তাহটা টিআরপি চার্টের শীর্ষে থাকার লড়াই করে প্রত্যেকটি ধারাবাহিক। দর্শকদের পছন্দের হয়ে ওঠার চেষ্টা করে প্রত্যেকটি সিরিয়াল। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সামনে আসে ধারাবাহিকগুলির পরীক্ষার ফলাফল। আর সেই রিপোর্ট কার্ডে জানা যায় কোন সিরিয়াল নিজের জায়গা ধরে রাখতে পেরেছে দর্শকদের কাছে। এক কথায় দর্শকদের পছন্দের দশটি সিরিয়ালের নাম জানা যায় এই তালিকার দরুন। চলতি সপ্তাহের রিপোর্ট কার্ড বলছে, এতগুলি ধারাবাহিকের মধ্যে দর্শকদের পছন্দ ‘জগদ্ধাত্রী’কে। এই সপ্তাহেও টিআরপি চার্টের টপার জি বাংলার ‘জগদ্ধাত্রী’। তাহলে বাকিদের স্থান কোথায়?

সকলকে চমকে দিয়ে এই সপ্তাহের টিআরপি চার্টের দ্বিতীয়তে রয়েছে ‘খেলনা বাড়ি’। ‘এই সময়’-এ প্রকাশিত চার্ট অনুযায়ী, তৃতীয়তে জায়গা করেছে ‘অনুরাগের ছোঁয়া’। অন্যদিকে ৭.৫ রেটিং নিয়ে চতুর্থতে রয়েছে ‘গৌরী এলো’ ধারাবাহিক।

এক নজরে সেরা দশ-

১.জগদ্ধাত্রী  (৮.৮)

২. খেলনা বাড়ি (৮.২)

৩. অনুরাগের ছোঁয়া (৭.৬)

৪. গৌরী এলো (৭.৫)

৫. নিম ফুলের মধু (৭.৩)

৬. ধুলোকণা (৭.২)

৭. আলতা ফড়িং (৭.১)

৮. গাঁটছড়া, মিঠাই (৭.০)

৯. মাধবীলতা (৬.৬)

১০. সাহেবের চিঠি (৬.৪)

এ বছরের ২৯ অগাস্ট শুরু হয়েছে অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিক বেশ কিছু সপ্তাহ ধরে টিআরপি চার্টের প্রথম স্থান ধরে রেখেছে। অন্য সিরিয়ালের থেকে এই ধারাবাহিকের কাহিনী অনেকটাই আলাদা। সেই কারণেই হয়তো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। অন্যদিকে ইন্দ্র-মিতুল কাছাকাছি আসতেই বেড়েছে ধারাবাহিকের টিআরপি। সকলকে অবাক করে টিআরপি চার্টের দ্বিতীয়তে খেলনা বাড়ি। এদিকে সিরিয়ালে বিয়ে করছে সূর্য। তবে বিয়ে কী হবে আদৌও? তা জানতে ধারাবাহিক দেখার আগ্রহ কমবে না দর্শকদের মধ্যে।

অন্যদিকে চার্টের আট নম্বরে রয়েছে ‘গাঁটছড়া’ আর ‘মিঠাই’। তবে সেরা ১০ থেকে বাদ পড়েছে ‘এক্কা দোক্কা’, ‘নবাব নন্দিনী’। পাঁচ নম্বরে আছে পল্লবীর ‘নিম ফুলের মধু’। পাশাপাশি চলতি মাসে শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শ্রুতি দাসের ‘রাঙা বউ’, নীল-তিয়াসার ‘বাংলা মিডিয়াম’, সহ আরও অনেক ধারাবাহিক আসছে সিরিয়ালের দুনিয়ায় প্রতিযোগিতা বাড়াতে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version