রিলিজ ও রিটেইন তালিকায় মহাচমক, নিলামে এই পাঁচজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর

।। প্রথম কলকাতা ।।

২০১৪ সালে শেষবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তারপর বাকি ১০ বছরে শুধুই ব্যর্থতা। সাফল্য ফিরে পেতে ঘরের ছেলের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে শাহরুখ খানের দল। গৌতম গম্ভীরকে মেন্টর করার পরই আভাস দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বোঝাই গিয়েছিল মিনি নিলাম হলেও, ২০২৪ আইপিএলের আগে ঢেলে দল সাজাবে কেকেআর। খাতায়-কলমে এবার তা প্রমাণ হয়ে গেল। আগামী ১৯ ডিসেম্বর বসছে আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। তার আগে ২৬ নভেম্বর পর্যন্ত শেষ সময় ছিল দলের রিলিজ ও রিটেইন প্লেয়ারদের তালিকা জমা দেওয়ার। রিলিজ ও রিটেইন তালিকায় মহাচমক দিল কেকেআর।

দলের ১২ জন ক্রিকেটারকে রিলিজ করেছে দুইবারের চ্যাম্পিয়নরা। যার মধ্যে ৬ জন বিদেশি ও ৬ জন ভারতীয় খেলোয়াড়। শার্দুল ঠাকুর, টিম সাউদি, লকি ফার্গুসনরা ছাড়াও বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাসকেও রিলিজ করেছে কেকেআর। রিলিজ লিস্ট জমা দেওয়ার ফলে কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। যা দিয়ে আগামী ১৯ ডিসেম্বর মিনি নিলামে ঢেলে দল সাজানোর সুযোগ থাকছে নাইটদের সামনে। নিলামে কয়েক জন ক্রিকেটারকে কেনার দিকে নজর রাখবে নাইট রাইডার্স। যার মধ্যে এই পাঁচজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর।

কেকেআরের প্রথম পছন্দ হতে পারে রাচিন রবীন্দ্র। যিনি সদ্য শেষ হওয়া একদিনের বিশ্বকাপে ব্যাট হাতে নজর কেড়েছিলেন। রাচিনকে দলে নিলে একজন বোলিং বিকল্পও পাবে কেকেআর। শাহরুখের দলের দ্বিতীয় পছন্দ হতে পারে ডারেল মিচেল। ব্যাট হাতে মিডিল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। বিশ্বকাপের মঞ্চেও তিনি নিজের জাত চিনিয়েছিলেন। কেকেআরের পছন্দের তালিকায় তৃতীয়জন হতে পারেন প্যাট কামিন্স। যদিও এর আগে কেকেআরে খেলার অভিজ্ঞতা রয়েছে অজি অধিনায়কের। দলের বোলিং বিভাগে এক জন দক্ষ নেতৃত্বের দরকার। যে কাজটি কামিন্স ভাল ভাবে করতে পারবেন।

নাইট শিবিরের চতুর্থ পছন্দ হতে পারেন ওয়ানিন্দু হাসরাঙ্গা। এবার অন্যতম এই অলরাউন্ডারকে ছেড়ে দিয়েছে আরসিবি। কলকাতার দলে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী ছাড়া অভিজ্ঞ স্পিনার নেই। এছাড়াও হাসরাঙ্গা ভাল ব্যাটও করতে পারেন। দলের বোলিং বিভাগে অনেক বদল করেছে কেকেআর। দেশি বোলারদের মধ্যে শার্দূল ঠাকুর ও উমেশ যাদবকে ছেড়ে দিয়েছে তাঁরা। ফলে এক জন অভিজ্ঞ ভারতীয় বোলার প্রয়োজন কেকেআরের। যা মেটাতে পারেন হর্শাল প্যাটেল। ভারতের এই অভিজ্ঞ পেসার ব্যাটও করতে পারেন। গৌতম গম্ভীরের হাত ধরে কেকেআর-র ট্রফির ভাগ্য ফের ফেরে কিনা এবার সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version