।। প্রথম কলকাতা ।।
Bhojpuri Actress: অভিনেত্রী আকাঙ্খা দুবের (Akanksha Dubey) মৃত্যুর মর্মান্তিক মৃত্যুর খবরে শোকের ছায়া নামল ভোজপুরি ইন্ডাস্ট্রিতে। উত্তরপ্রদেশের বারাণসীর একটি হোটেলে অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। জানা যায়, ২৫ বয়সী আকাঙ্খা আত্মহত্যা করেছেন। আচমকা অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা। মেরি জং মেরা ফয়সলা দিয়ে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন আকাঙ্খা।
ভোজপুরি অভিনেত্রী আকাঙ্খা দুবে একটি আসন্ন প্রকল্পের শুটিংয়ের জন্য বারাণসীতে ছিলেন বলে জানা গেছে। চিত্রগ্রহণের পরে, অভিনেত্রী সেখানকার সারনাথ হোটেলে চলে যান। হোটেলের ঘর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আকাঙ্খা ভাদোইর বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হোটেলে আকাঙ্খাকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার কয়েক ঘন্টা আগে, তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তাকে ‘হিলোরে মারে’ ভোজপুরি গানে বেলি ডান্সের দক্ষতা দেখাতে দেখা যায়। তার মৃত্যুর দুঃখজনক সংবাদটি আসে তার সঙ্গীত ভিডিও ইয়ে আরা কাভি হারা না মুক্তির দিনে। যেখানে তিনি পবন সিংয়ের সাথে জুটি বেঁধেছিলেন।
ভোজপুরি অভিনেত্রী মেরি জং মেরা ফয়সলা দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন। এরপর তাকে মুজসে শাদি করোগি (ভোজপুরি), বীরন কে বীর এবং ফাইটার কিং-এও দেখা গিয়েছিল। আকাঙ্খা অল্প বয়সেই তার অভিনয় দক্ষতা দিয়ে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একটি বিশেষ স্থান তৈরি করতে সক্ষম হন।