Grammys 2023: ৩২ বার গ্র্যামি পুরস্কার জিতে নজির গড়লেন বিয়ন্সে, ভারতের গর্ব রিকি কেজ

।। প্রথম কলকাতা ।।

Grammys 2023: বেশি গ্র্যামি জয়ের ইতিহাস গড়লেন জনপ্রিয় মার্কিন গায়িকা ও নৃত্যশিল্পী বিয়ন্সে (Beyonce)। গ্র্যামি অ্যাওয়ার্ডের (Grammys 2023) ৬৫তম আসরে চারটি গ্র্যামি জিতেছেন। এ নিয়ে মোট ৩২টি গ্র্যামি জিতলেন এই তারকা। এর মধ্য দিয়ে জর্জ সলতির ৩১ গ্র্যামি জয়ের রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে (Beyonce)। সব থেকে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেলেন এই সঙ্গীততারকা। বিয়ন্সে তাঁর ‘রেনেসঁ’ অ্যালবামে জন্য ৩২তম গ্র্যামি জিতলেন। তাঁর একক গানের সপ্তম অ্যালবাম এটি।

শুধু বিয়ন্সে নন, এ বার গ্র্যামির (Grammys 2023) মঞ্চে পুরস্কৃত ভারতীয় শিল্পী রিকি কেজও।বেঙ্গালুরুর সুরকার রিকি কেজ একমাত্র ভারতীয় যিনি এ বছর গ্র্যামি জিতলেন। এটি রিকি-র তিন নম্বর গ্র্যামি। সেরা অডিয়ো অ্যালবাম বিভাগে বিজেতা হয়েছেন এই ভারতীয় সুরকার। তাঁর অ্যালবাম ‘ডিভাইন টাইডস’-এর জন্য এই পুরস্কার জিতেছেন রিকি।

তাঁর অ্যালবাম সেরা ইমারসিভ অডিও অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছিল। তিনি আইকনিক ব্রিটিশ রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন। ক্যাটাগরিতে অন্যান্য মনোনীত ব্যক্তিরা হলেন ক্রিস্টিনা আগুইলেরা , দ্য চেইনস্মোকারস , জেন ইরাব্লুম এবং নিদারোসডোমেনস জেনটেকর এবং ট্রনডেহিমসোলিস্টিন।

পুরস্কার জেতার পর, রিকি কেজ ছবিও শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন, ‘অতি কৃতজ্ঞ, আমার তৃতীয় গ্র্যামি পুরস্কার।অন্যদিকে, রিকির সঙ্গে কাজের জন্য দ্বিতীয়বার পুরস্কার জিতে নিলেন স্টুয়ার্ট৷ এর আগে নিজেও পাঁচটি গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি৷ তাই তাঁর ক্যাবিনেটে এখন শোভা পাচ্ছে মোট সাতটি গ্র্যামি ৷ রিকি প্রথমবার গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন ২০১৫ সালে৷ তাঁর সেই অ্যালবামের নাম ছিল ‘উইন্ডস অফ সামসারা’৷ ‘বেস্ট নিউ এজ’ বিভাগে এই পুরস্কার জিতে নেন তিনি৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version