ENG vs NZ: ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বেন স্টোকস

।। প্রথম কলকাতা ।।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার এবং টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন তিনি। মাউন্ট মাউঙ্গানুইতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে তিনি এই মাইলফলকে পৌঁছান।

 

ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারে নিউজিল্যান্ডের স্কট কুগেলেইনের ওভারে তৃতীয় বলে ফাইন লেগে ছক্কা মেরে ম্যাককালামকে ছাড়িয়ে যান স্টোকস। বর্তমানে ইংল্যান্ডের টেস্ট প্রধান কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। এদিন বেন স্টোকস ৩৩ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল তিনটি চার এবং দুইটি ছক্কা।

 

৯০ টেস্ট ম্যাচে ১০৯ ছক্কা রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডারের।স্টোকস ৩৬.০০ গড়ে ১২ সেঞ্চুরি এবং ২৮ অর্ধশতরান সহ মোট ৫,৬৫২ রান করেছেন। । ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে স্টোকসের সেরা স্কোর ২৫৮। অন্যদিকে অন্যদিকে, ১০১ টেস্টে ম্যাককালামের ১০৭ ছক্কা রয়েছে। তিনি ৩৮.৬৪ গড়ে ৬,৪৫৩ রান করেছেন। দীর্ঘ ফরম্যাটে ১২ সেঞ্চুরি এবং ৩১ অর্ধশতক রয়েছে। তার সেরা স্কোর ৩০২।

Exit mobile version