Priyotoma: প্রিয়তমা ইতিহাস গড়ল, কোন রেকর্ড হওয়ার অপেক্ষায় শাকিব খান?

।। প্রথম কলকাতা ।।

Priyotoma: শাকিবের প্রিয়তমা ইতিহাস তৈরি করল। বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডকে ভাঙতে চলেছে প্রিয়তমা। অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশের কিং খান। অঞ্জু ঘোষের মত কামাল দেখালেন কলকাতার ইধিকা বলছেন অনেকেই। প্রিয়তমার এখনও পর্যন্ত আয় কত? শাকিবিয়ানদের মুখে এখন শুধুই বাংলাদেশের কিংখানের জয়গান। প্রিয়তমা মূলত লাভ স্টোরি।কলকাতার ইধিকা পালের সঙ্গে এই সিনেমাতে অভিনয় করেছেন শাকিব। শাকিবের নায়িকা হয়েই ইধিকার জনপ্রিয়তা বেড়ে গিয়েছে কয়েকগুণ। তার চোখ থেকে ফিগার মুগ্ধ করেছে বাংলাদেশবাসীকে। ছবিতে এক বৃদ্ধের রূপে দেখা গিয়েছে শাকিব খানকে। যে মেকআপ করতে তাকে কম কষ্ট করতে হয়নি। সেই পরিশ্রমের ফল পেয়েছেন। বেদের মেয়ে জ্যোৎস্না নয় সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনের ছবি হিসেবে প্রিয়তমা রেকর্ড করতে চলেছে।

বক্স অফিসের নিরিখে এখনও পর্যন্ত সবচেয়ে সুপারহিট বাংলা সিনেমা বেদের মেয়ে জোসনা। ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত ওই সিনেমায় অঞ্জুর সঙ্গে অভিনয় করেন চিরঞ্জিৎ। বেদের মেয়ে জোসনা সেই সময়ে দেখানো হয় ১,২০০ টি সিনেমা হলে। অঞ্জু ঘোষ এবং ইলিয়াস কাঞ্চন অভিনীত ছবিটির বক্স অফিস কালেকশন ছিল ২০ কোটি। সেই টাকার অঙ্ককে ছাপিয়ে যাচ্ছে প্রিয়তমা। বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার গল্প শুধু দর্শকদের মনই জয় করেনি। এ সিনেমার গানও ছুঁয়ে যায় তাদের। সিনেমার টাইটেল সং বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে যা এখনো অনেকের মুখে মুখে। সেই একই পরিমাণ ভালোলাগা বাংলাদেশের মানুষ প্রিয়তমা থেকে পাচ্ছেন। বলছেন সিনেপ্রেমীদের একাংশ। এখনও পর্যন্ত প্রিয়তমার আয় কত?

মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই প্রিয়তমা আয় করেছে ১০ কোটি ৩০ লাখ টাকা। প্রথমে দেখানো হয় বাংলাদেশের ১০৭টি সিনেমা হলে। এখন বাংলাদেশের ৮৯টি হলে এই সিনেমা চলছে। প্রিয়তমা দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে বাজিমাত করেছে। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি হলে মুক্তি পেয়েছে ছবিটি কয়েকদিনেই শাকিবের ছবিটির বিশ্বব্যাপি আয় আরও বাড়তে চলেছে। যা ২০ কোটি ছাপিয়ে যাওয়া কোনও ব্যাপারই হবে না বলছেন সিনেপ্রেমীরা। এবার ঢাকাই চলচ্চিত্রে প্রিয়তমা যে ধরনের ইতিহাস সৃষ্টি করেছে। তা সত্যিই পরিচালক-প্রযোজকদের মনে আবারও আশার স্বপ্ন দেখাচ্ছে। বাংলা সিনেমা যেন ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশে। শাকিবিয়ানরা তাঁদের প্রিয় নায়কের সাফল্যে এখন রীতিমত উচ্ছ্বাসিত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version