।। প্রথম কলকাতা ।।
Victor Banerjee: বাংলা সিনেমার অসভ্য নাচগান বন্ধ হোক বিস্ফোরক ভিক্টর ব্যানার্জি। আমি আরামসে অ্যাকশন হিরো করে দিতে পারব। কেন বললেন অভিনেতা? একদিন সবাইকেই হারতে হবে! পরের ছবিতে তো আমাকে নিলোই না। কাকে ইঙ্গিত করে বললেন ভিক্টর। রক্তবীজের ৫০ দিনেই বড় ঘোষণা। ফের ভিক্টর ব্যানার্জিকে নিয়ে নতুন কাজ। কী ঘোষণা করলেন শিবপ্রসাদ-নন্দিতা?
দেখতে দেখতে ৫০ দিন পেরিয়ে এল রক্তবীজ। কেক কেটে হল সেলিব্রেশন ।পুজোয় মুক্তি পাওয়া এই ছবি জোর লড়াই করেছে বাঘাযতীন, দশম অবতারের সঙ্গে। ৫০ দিন পেরিয়ে যাওয়া কম কথা নয়! নিজেই জানান অভিনেতা। দর্শকদের আরও বুদ্ধিজীবী বানান যাতে রুচিগুলো ফিরে আসে। আর কী আবেদন জানালেন ভিক্টর ব্যনার্জি?
টলিউডের সঙ্গে একসময় ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ভিক্টর ব্যানার্জি। আজ জীবনের এই পর্যায়ে এসে সেই টলিউড এবং কলকাতা প্রসঙ্গে একরাশ অভিমান চেপে রেখেছেন বুকে। বাংলা ছবি নিয়ে অনেক আক্ষেপ শোনা গেল অভিনেতার গলায়। মানুষ পাল্টে গেছে। যারা এতোদিন দেখতো তারাও দেখছে না। সরাসরি কী বললেন প্রবীণ অভিনেতা? কলকাতার সঙ্গে দূরত্ব বাড়লেও শহর কলকাতা আজও তার মনে বেঁচে রয়েছে। পরের ছবিতে শিবপ্রসাদ নন্দীতা তাঁকে ডাকেননি বলে আক্ষেপও করলেন। আমি চাইলে অ্যাকশন হিরোও হতে পারবো। পাল্টা কী জানালেন শিবপ্রসাদ?
নন্দিতা-শিবপ্রসাদ সাধারণত রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি তৈরি করেন না। বেশির ভাগ পারিবারিক ড্রামাই দর্শক পেয়েছেন তাঁদের কাছ থেকে। কিন্তু পুজোর মরসুমে টলিপাড়ার বিগ ব্লকবাস্টার রক্তবীজ। বাংলার বাইরেও বাঙালি সিনেমাপ্রেমীরা প্রশংসা করেছেন। এবার ভিক্টপর ব্যানার্জিকে নিয়ে শিবপ্রসাদ নন্দিতার পরের অ্যাডভেঞ্চার কী সেটাই দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম