।। প্রথম কলকাতা ।।
Holi 2023: রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে দোল (Dol) উৎসব। রঙের উৎসবে মেতে উঠবে আপামর ভারতবর্ষ। একে অপরকে রং মাখিয়ে রঙিন হয়ে উঠবে। কিন্তু একটু অসাবধান হলেই আনন্দের উৎসব নিরানন্দে পরিণত হতে পারে। তাই কিছু সতর্কতা অবলম্বন করে রং খেলবেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
অনেকেই রং কিনে নিয়েছেন আবার অনেকেই এখনো কেনেননি। প্রাকৃতিক রং বলে নকল আবিরে ছেয়ে গেছে বাজার। এই নকল রং মাখার পরই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন স্কিন লাল হয়ে যাওয়া, র্যাশ বেরোনো, চুল ওঠা, শ্বাসকষ্ট ইত্যাদি।
রং খেলার সময় শিশুদের ক্ষেত্রে যে বিষয়গুলি খেয়াল রাখবেন:
- দোল খেলার সময় শিশুদের একা ছাড়বে না। ওদের সঙ্গে থাকুন। কারণ রং খেলার সময় ওরা নিজেদের উপর খেয়াল রাখে না, খেলায় মত্ত থাকে। যে কোন সময় বিপদ ঘটে যেতেই পারে।
- শিশুদের জন্য ভেষজ এবং প্রাকৃতিক রং কিনে আনুন। সবথেকে ভালো হয় যদি আপনি সেই আবির বাড়িতে তৈরি করে দেন। কেমিক্যালযুক্ত রং বা আবির শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।
- হোলি খেলতে যাবার আগে শিশুদের ফুলহাতা জামা প্যান্ট পরিয়ে দিন। ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিলে ত্বকে রং লাগার সম্ভাবনা কম থাকে।
- শিশুদের সারা শরীরে নারকেল বা সরষে তেল মাখিয়ে রং খেলতে পাঠান। এতে রং তোলার ক্ষেত্রে অনেক সহজ হবে।
- একে অপরকে রং মাখাতে গিয়ে নোখের খোঁচায় মুখ চোখ ছিঁড়ে যেতে পারে। তাই বাচ্চাদের নখগুলো ছোটো ছোটো কর কেটে দিন।
- হোলির দিন পিচকারি শিশুদের অত্যন্ত পছন্দের। তাই ওদের পিচকারির সঠিক ব্যবহার শেখান। ওই পিচকারি দিয়ে যেন কারো চোখে, নাকে বা কানে রং ঢুকে না যায়।
- এবারে অ্যাডিনা ভাইরাসের ভয়টাও রয়েছে। শিশুদেরকে মাস্ক পড়িয়ে রাখুন এবং জল রং থেকে দূরে রাখুন। কারণ বেশিক্ষণ ভিজে গায়ে থাকলে, ঠান্ডা লেগে সর্দি, কাশি, জ্বর হতে পারে।
বড়রা কী কী সাবধানতা অবলম্বন করবেন?
- বড়দের ক্ষেত্রেও ওই একই নিয়ম বজায় রয়েছে, তবে আরো কিছু বাড়তি সাবধানতা অবলম্বন করতে পারেন। যেমন ধরুন,
- রং খেলতে যাবার আগে অবশ্যই সানস্ক্রিন মেখে যান। এতে ক্ষতিকারক রং আপনার চামড়ার ক্ষতি করবে না।
- খুব বেশি রোদে রং খেলবেন না।
মেয়েরা টুপি পরে রং খেলুন। তার আগে চুলে ভালো করে তেল মাখিয়ে নিতে ভুলবেন না। - যে পোশাকে অনেকক্ষণ জল আটকে থাকতে পারে, রং খেলার সময় সেই পোশাক পরবেন না। দীর্ঘক্ষণ ভেজা পোশাকে থাকলে শরীর খারাপ হতে পারে।
- কারও যদি ত্বকে অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে রং এড়িয়ে চলাই ভাল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম