WPL: উদ্বোধনী সংস্করণের সময়সূচী ঘোষণা বিসিসিআই-র, প্রথম ম্যাচে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস

।। প্রথম কলকাতা ।।

 

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি মহিলা প্রিমিয়ার লিগের (WPL) উদ্বোধনী সংস্করণের সময়সূচী ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। পাঁচ দলের এই টুর্নামেন্টটি ৪ মার্চ শনিবার থেকে ২৬ মার্চ রবিবার পর্যন্ত চলবে। লীগ পর্বে ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরে একটি এলিমিনেটর এবং ফাইনাল হবে, যা ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।

ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি আয়োজন করবে। উভয় ভেন্যুতে ১১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩:৩০ pm এবং ৭:৩০ pm থেকে। চারটি ডাবল হেডার ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। পরের দিন ডাবল হেডার ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্জ।

https://twitter.com/wpl2023/status/1625488149345603584?s=20&t=TuZLf6dm6Ps0VcO1KG0o_g

Exit mobile version