।। প্রথম কলকাতা ।।
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি মহিলা প্রিমিয়ার লিগের (WPL) উদ্বোধনী সংস্করণের সময়সূচী ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। পাঁচ দলের এই টুর্নামেন্টটি ৪ মার্চ শনিবার থেকে ২৬ মার্চ রবিবার পর্যন্ত চলবে। লীগ পর্বে ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরে একটি এলিমিনেটর এবং ফাইনাল হবে, যা ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।
🗓️ Mark Your Calendars
Get Ready to support your favourite teams 👏 👏
The schedule for the inaugural edition of Women's Premier League is here 🔽 #WPL pic.twitter.com/O1HHvRUh0k
— Women's Premier League (WPL) (@wplt20) February 14, 2023
ডিওয়াই পাতিল স্টেডিয়াম এবং ব্র্যাবোর্ন স্টেডিয়াম চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলি আয়োজন করবে। উভয় ভেন্যুতে ১১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৩:৩০ pm এবং ৭:৩০ pm থেকে। চারটি ডাবল হেডার ম্যাচ রয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টস। পরের দিন ডাবল হেডার ম্যাচের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্জ।
https://twitter.com/wpl2023/status/1625488149345603584?s=20&t=TuZLf6dm6Ps0VcO1KG0o_g