BCCI: বার্ষিক খেলোয়াড় চুক্তি ঘোষণা বিসিসিআই-র, পদোন্নতি কেএল রাহুলের

।। প্রথম কলকাতা ।।

BCCI: ২০২২-২২ মরসুমের জন্য ভারতের সিনিয়র পুরুষ দলের বার্ষিক খেলোয়াড় চুক্তি ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজকে (Ravindra Jadeja) ‘এ+’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। অন্যদিকে আর কেএল রাহুলকে (KL Rahul) ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। ‘এ+’ বিভাগে আরও যারা রয়েছেন তারা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং জাসপ্রিত বুমরাহ।

বুমরাহ বর্তমানে চোট থেকে সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। ২০২২ সালের জুলাই মাস থেকে চোটে পড়েছেন তিনি। ‘এ+’ বিভাগের খেলোয়াড়রা ৭ কোটি টাকা আয় করেন। হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর প্যাটেলকে গ্রেড ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এই ক্যাটাগরির খেলোয়াড়রা অক্টোবর ২০২২ থেকে সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে ৫ কোটি টাকা উপার্জন করবেন।

চেতেশ্বর পূজারা, কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমান গিল গ্রেড ‘বি’-এর অংশ। কেএল রাহুলকে ‘এ+’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে এবং শুভমান গিলকে বিসিসিআই চুক্তিতে পদোন্নতি দিয়েছে। এই খেলোয়াড়রা ৩ কোটি টাকা আয় করতে চলেছেন। অন্যদিকে উমেশ যাদব, শিখর ধাওয়ান, শার্দুল ঠাকুর, ইশান কিষাণ, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং এবং কেএস ভারত গ্রেড ‘সি’ চুক্তির অংশ। এই ক্যাটাগরির খেলোয়াড়রা ১ কোটি টাকা আয় করবেন।

এই চুক্তি ইশান্ত শর্মা এবং অজিঙ্কা রাহানেকে বার্ষিক চুক্তির জন্য বিসিসিআইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। গত মরসুমে রাহানে এবং ইশান্তকে গ্রেড ‘বি’ চুক্তি দেওয়া হয়েছিল। ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, হনুমা বিহারী, মায়াঙ্ক আগরওয়াল এবং দীপক চাহারকেও বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত মরসুমে তাদের গ্রেড ‘সি’ চুক্তি দেওয়া হয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version