Chanchal Chowdhury and Nachiketa: বসন্তের পরশে যুগলবন্দী নচিকেতা-চঞ্চল চৌধুরীর, মাতোয়ারা দুই বাংলা

।। প্রথম কলকাতা ।।

 

ওপার বাংলার গানে বারবারই মুগ্ধ হয়েছে এপার বাংলার মানুষ। একটা সময় ‘অপরাধী’ গানটি বাংলার মানুষের মন জয় করেছিল। সম্প্রতি সেইরকমই আর একটি গান ‘সাদা সাদা কালা কালা’ খুব ভাইরাল হয়। নেটে উঁকি মারলেই শোনা যাচ্ছে খোলা গলায় ভেসে আসা সুর। যে সুরে মাতোয়ারা হয়েছে দুই বাংলার মানুষ। আট থেকে আশি সকলেই মজে এই গানের লিরিক্স এবং সুরে। ‘হাওয়া’ ছবি মুক্তি পাওয়ার পর থেকে এই গানটি দুই বাংলাতেই কুড়িয়েছে বিপুল জনপ্রিয়তা। যিনি এই গানে দুই বাংলাকে একাকার করে দিয়েছিলেন তিনি চঞ্চল চৌধুরী।

প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তীর সঙ্গে তার চলচ্চিত্রের গান “সাদা সাদা কালা কালা” পরিবেশন করতে দেখা গেছে। গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন ‘পদাতিক’ অভিনেতা। ভিডিওতে দেখা যায় অভিনেতা তার সুপার হিট গানের লাইন গাইছিলেন, তার সঙ্গে সুন্দরভাবে কোরাস গাইছেন রবি চৌধুরী এবং নচিকেতাও।

চঞ্চল চৌধুরী বলেন, “আমি যখন শুনলাম তিনি ঢাকায় আছেন, তখন আমি আমার পরিবারসহ সেখানে নচি’দা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম… বাকীটা ইতিহাস। স্মরণে রাখার মতো চমৎকার স্মৃতি।” তিনি আরও বলেন, “আমাদের সৌভাগ্য, আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচিদা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।”

চঞ্চল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, কবির বকুল, শম্মু ও দিব্বো জ্যোতি। চঞ্চল চৌধুরীকে সৃজিত মুখার্জির “পদতিক” ছবিতে দেখা যাবে, যেখানে সিনেমায় তাকে বিশিষ্ট পরিচালক মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও অভিনেতাকে চোরকির মূল ওয়েব সিরিজ “ওভারট্রাম্প”-এও দেখা যাবে, যদিও মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

 

 

Exit mobile version